Indiapost24 Web Desk:এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে, বিশেষ করে উত্তরবঙ্গে বিজেপির জয়ে পাখির চোখ করেছেন স্বয়ং নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে সাত পর্বের ৪২ আসনের নির্বাচনে মোদী মোট ১৭টি বড় জনসমাবেশে অংশ নেবেন। আজ কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের সমর্থনে জনসমাবেশ দিয়ে উত্তরবঙ্গে প্রচারের সূচনা হল মোদীর। ১৭ই এপ্রিল উত্তরবঙ্গের বালুরঘাট, জলপাইগুড়িতে আরো ২টি জনসমাবেশের কর্মসূচী নিয়েছেন মোদী।
১৯শে এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম পর্বে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে নির্বাচন। কোচবিহার, আলিপুরদুয়ার নিয়ে স্বস্তিতে থাকলেও গেরুয়া শিবির জলপাইওগুড়ি নিয়ে বেজায় চিন্তায়। এরই প্রেক্ষিতে ১৭ইএপ্রিল মোদীর জলপাইগুড়ির জনসমাবেশ।
উত্তরবঙ্গে শেষ মুহুর্ত্যে বিমল গুরুং-রোশন গিরিদের গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন পেয়ে স্বস্তিতেই গেরুয়া শিবির। পাহাড় ও ডুয়ার্সে বিমল গুরুংদের সমর্থন জরুরি চিল বিজেপির। বিনয় তামাং-এর উপদল, গোর্খা ন্যাশানাল লিবারেশন ফ্রন্টও বিজেপির পাশে। একইভাবে গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশন, কামতাপুর পিপলস পার্টিও গেরুয়া শিবিরের দিকে। ফলে উত্তরবঙ্গে প্রথম পর্বে তিন আসনের ভোটে মোদীর প্রচারে বিজেপি জয়ের জন্যই ঝাপাতে চলেছে। বাড়তি পাওনা গনি পরিবারের প্রাক্তন এস পি আবু হাসেম খাঁন চৌধুরীর অযাচিত সমর্থন।
0 comments:
Post a Comment