লোকসভা নির্বাচনে বেশি সংখ্যক আসন জিততে মরিয়া গেরুয়া শিবির

Indiapost24 Desk:২০১৯  সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকে অধিক সংখ্যক লোকসভা আসনে জিততে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া  শিবির..  বিজেপি ও সংঘ  পরিবারের শীর্ষ নেতারা মনে করছেন যে  ২০১৯ এর লোকসভা নির্বাচনে গুজরাট, রাজস্থান. মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও উত্তর প্রদেশের মত বিজেপি শাসিত রাজ্যের বর্তমানে দখলে থাকা লোকসভার আসন বজায় রাখা যাবেনা   বরং অনেকটাই কমতে পারে বিজেপির আসন.. তাই কেন্দ্রে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠ বজায়  বজায় রাখতে গেলে পশ্চিমবঙ্গ, ওড়িশা, কেরালা এর মতো রাজ্যে বিজেপিকে শক্ত হাতে লড়ে ভালো সংখ্যক আসনে জিততে হবেই .. পশ্চিমবঙ্গের ২২ টি আসন,ওড়িশায় ১২ টি  আসন, কেরালায় 5 থেকে 8 আসনে বিজয়ী হওয়ার লক্ষ্যে ঝাঁপাতে চাইছে গেরুয়া শিবির  ঠিক এমনটাই খবর  রাজনৈতিক শিবির সূত্রে,.. এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ও ওড়িশার বামজোট ও কংগ্রেসকে পিছনে ফেলে তৃণমূল কংগ্রেস,  এই বিজিত দলের প্রধান প্রতিপক্ষ হিসাবে গেরুয়া শিবিরের সাংগঠনিক ও রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ করেছে এমনটাই মনে করছেন বিজেপি সংঘ পরিবারের কেন্দ্রীয় নেতারা.. তাই পশ্চিমবঙ্গের দার্জিলিং আসানসোলে দখলে থাকা দুটি লোকসভার বর্তমান আসন ছাড়াও বালুরঘাট মালদহ, উত্তর ও দক্ষিণ, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের জঙ্গিপুর, রানাঘাট, কৃষ্ণনগর বারাসাত, বসিরহাট, বনগাঁ,আরামবাগ, ঘাটাল,মেদিনীপুর, তমলুক, উলুবেরিয়া, যাদবপুর সহ  কলকাতা উত্তর এর মতো  সিট্ গুলিতে জেতার লক্ষ্যে টার্গেট রাখছে বিজেপি ..
 এবার রাস্তায় নেমে আন্দোলন এর পাশে পঞ্চায়েত ও পুরো এলাকায় সংগঠন বৃদ্ধিতে রাজনৈতিক কার্যকলাপ বাড়ানোর  কর্মসূচি নিতে চলেছে বিজেপি এমনটাই মনে করছে রাজনৈতিক মহল..এদিকে  রাজ্যজুড়ে ১৭  দফা দাবিতে জাঠা কর্মসূচি শুরু, বাম নেতারা এর মধ্যেই বিজেপির উত্থানের অশনি সংকেত দেখতে শুরু করেছে..তৃণমূল বিরোধিতায় বামেরা দুর্বল অস্ত্র হয়ে পড়েছে মনে করে হাজার হাজার বাম-কর্মী সমর্থকরা বিজেপির দিকে ঝুঁকে পড়ায়, বিজেপির সমর্থন ভিত্তি জোর হচ্ছে তাই গেরুয়া শিবিরগুলি থেকে বাম সমর্থকদের ফিরিয়ে আনতে রাস্তায় নামার কর্মসূচি নিয়েছে বামেরা.. মোদী ম্যাজিকের দাপট কমার পাশে সাম্প্রতিক সময়ে বিজেপি পশ্চিমবঙ্গেও জনপ্রিয়তা হারাচ্ছে..বিতর্কিত  মুকুল রায় গেরুয়া  শিবির মুখি হওয়ায়  বিজেপির সারদা ,নারদা চিটগেট অস্ত্র অনেকটা ভোঁতা হয়ে গেছে আর  এই সুযোগে নিজেদের ধসে যাওয়া ভোটব্যাংক উদ্ধারে করতে নেমেছে বামেরা.. আবার  বর্তমান এই পরিস্থিতিতে তৃণমূলের কৌশল বাম-বিজেপির ভোট ভাগে লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচনে গ্রামীণ বাংলায় নিজেদের সমর্থন  ভিত্তি অটুট রাখা ও এই  লক্ষ্যে দলিত ও মুসলিম সমর্থনকে এককাট্টা করে  বিজেপির আসন বৃদ্ধি করার স্বপ্ন ধূলিসাৎ করে দেওয়া..
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment