ডেঙ্গু নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথ্য গোপন করছে না - মুখ্য সচিব

Snehasis Mukherjee:রাজ্যে চলতি ডেঙ্গু নিয়ে রাজ্য সরকার তথ্য গোপন করছেন এমন অভিযোগ উড়িয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মলয় দে | এদিন নবান্নের এক সাংবাদিক সম্মেলনে মলয় দে জানান যে , এপর্যন্ত এবছর ১৮,২৩৮ টি ডেঙ্গু আক্রান্ত মানুষের তথ্য উঠে এসেছে রাজ্য সরকারের কাছে | ডেঙ্গুতে রাজ্যে মৃতের সংখ্যা ৩৪ | উত্তরপ্রদেশ , কেরালা , তামিলনাড়ুর তুলনায় পশ্চিমবঙ্গের ডেঙ্গুর পরিস্থিতি অনেকটাই ভাল | রাজ্য সরকার সক্রিয়তার সংগে ডেঙ্গু দমন অভিযানে লিপ্ত রয়ছেন | কলকাতা পুরনিগম , বিধাননগর পুরনিগম , হাওড়া পুরনিগম সহ বিভিন্ন পুরসভাকে অতিসক্রিয়তার সংগে মশা মারা ও সাধারণ মানুষকে সচেতন করার পরামর্শ দেওয়া হয়েছে | মুখ্য সচিবের দাবি যে , এই সময় জ্বরের প্রকোপের পিছনে সিজন চেঞ্জ এর কারনে ও ভাইরাস জনিত কারণে ও বহু মানুষ জ্বরে আক্রান্ত হচ্ছেন | এনিয়ে অযথা আতঙ্কিত না হবার জন্যে মুখ্য সচিব মলয় দে রাজ্য বাসীর উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন..



Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment