Shahanaj Parvin:পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ইসলামবাজারে এক গৃহবধূকে নৃশংস ভাবে পিটিয়ে খুন করা হয়েছে.. নিহত গৃহবধূর নাম রুমা সেন.. ওই গৃহবধূর গর্ভে কন্যাভ্রূণ থাকার কথা জানার পরে শ্বশুরবাড়ীর লোকজন অত্যাচার করে তাকে হত্যা করেছে বলে গৃহবধূর বাপের বাড়ির
আত্মীয়দের অভিযোগ.. নৃশংস হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসাবে দেখাতে নিহত গৃহবধূর দেহকে ঝুলিয়ে দেয়া হয়..এই ঘটনায় নিহত গৃহবধূ উমা সেনের স্বামী ও ননদ কে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ.. নিহত গৃহবধূর শ্বশুর ও শাশুড়ি পলাতক.. কয়েকদিন আগেই নিহত গৃহবধূর স্বামী ও ননদ তাকে নিয়ে গিয়ে আল্টাসোনোগ্রাফী করায় সেখানেই কন্যাভ্রূণ এর হাদিস মেলে.. এই হত্যাকাণ্ডের ঘটনায় ইসলামবাজার জুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে.
আত্মীয়দের অভিযোগ.. নৃশংস হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসাবে দেখাতে নিহত গৃহবধূর দেহকে ঝুলিয়ে দেয়া হয়..এই ঘটনায় নিহত গৃহবধূ উমা সেনের স্বামী ও ননদ কে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ.. নিহত গৃহবধূর শ্বশুর ও শাশুড়ি পলাতক.. কয়েকদিন আগেই নিহত গৃহবধূর স্বামী ও ননদ তাকে নিয়ে গিয়ে আল্টাসোনোগ্রাফী করায় সেখানেই কন্যাভ্রূণ এর হাদিস মেলে.. এই হত্যাকাণ্ডের ঘটনায় ইসলামবাজার জুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে.
0 comments:
Post a Comment