দলীয় নেতা-মন্ত্রীদের কাজে কড়া নজর নেত্রীর

Indiapost24 Desk:সারদা - নারোদা কাণ্ডের জেরে তৃণমুল কংগ্রেস সুপ্রিম তথা মমতা বন্দ্যোপাধ্যায় এখন দলীয় নেতা , মন্ত্রীও সাংসদদের প্রতিদিনের কাজে নজরদারি জোরদারি করছেন |দলীয় সূত্রে নেতা মন্ত্রীদের কাজে নজরদারির পাশে পুলিশ প্রশাসনের সাহায্যে দলের একাধিক মন্ত্রীর ওপর নজরদারির মনিটরিং করছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় | প্রসঙ্গত উল্লেখযোগ্য যে তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা সাদা পোশাকের পুলিশ কর্মীদের নিরাপত্তা কর্মী হিসাবে পেয়ে থাকেন | সাদা পোশাকের পুলিশের মাধ্যমেই মন্ত্রীদের ওপর নজরদারি চলছে বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে |মমতার ঘনিষ্ট ওপ্রিয়পাত্র তিন তরুণ মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় , ববি হাকিম ,ও অরূপ বিশ্বাসের প্রতিনিয়ত মুভমেন্টের খবর রাখছেন মুখ্যমন্ত্রীর সচিবালয় |এভাবেই দলের এক প্রবীণ মন্ত্রীর ওপর ও পুলিশই নজরদারি চলছে বলে সংবাদ পাওয়া গেছে |
সূত্রের খবর যে , সারদা কান্ড , নারোদা কাণ্ডের জেরে মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর মনোভাব গ্রহণ করেছেন | শুধু মন্ত্রীরাই নয় তাঁর নজরদারিতে রয়েছে একাধিক দলীয় নেতা , সংসদ ও | বিজেপির সাথে কোন কোন নেতা ও সংসদ গোপন যোগাযোগ রাখেন ও দলের খবর চালান করছেন তা নিয়েও কঠোর হয়েছেন তৃণমূল সুপ্রিমো | এদিকে নেতা মন্ত্রী ও সংসদের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় এর নজরদারির খবরের পাশে রাজ্যের বেশ কিছু কংগ্রেস ও সিপিএম নেতার দৈনিক মুভমেন্টের খবর সংগ্রহ করছে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের গোয়েন্দারা |
বেশ কিছু বিরোধি নেতা তাঁদের রাজনৈতিক সংলাপের সময় ফোনে আড়ি পাতা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন | জানা গেছে যে সিপিএম , কংগ্রেসের জোটপন্থী শিবির ও রাজ্য বিজেপির বিভিন্ন দলীয় সভার প্রতিনিয়ত খবর সংগ্রহ করে তাঁকে জানানোর নির্দেশ দেওয়া হোয়েছে নবান্নের কর্তাদের | শুধু বিরোধীই নয় , দলের একাধিক নেতা , সংসদ ও মন্ত্রীও তাঁদের ওপর নজরদারির খবরে যঠেষ্ট আতঙ্কে রয়েছেন বলে রাজনৈতিক মহলের খবর |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment