মদ বিক্রিতে নিয়ন্ত্রন চায় সংঘ পরিবারের শীর্ষ নেতৃত্ব


NNS:হিন্দুত্ববাদী সংঘঠন আর এস এসের কয়েকটি রাজ্যে গোহত্যা বন্ধের সিদ্ধান্ত গ্রহণে সরকারকে বাধ্য করার পর অবাধে মদ বিক্রি ওপর নিয়ন্ত্রন আনতে তারা মোদী সরকাররের ওপর চাপ দিতে চাইছে |আর এস এস সবরকম মদের ওপর ট্যাক্স বসিয়ে মদ বিক্রিতে নিয়ন্ত্রন করে মোদী সরকারের বিশেষ উদ্যোগ নিতে |মদ্যপানের আসক্তি কমানোর অন্য বহু প্রতিষ্ঠান রয়েছে |তবুও মদ্যপানের কারনে বহু মানুষের শারীরিক সমস্যা  বেড়েই চলেছে এবং তা মোকাবিলা করা জরুরি |এক্ষেত্রে মদের ওপর কর বসানো হলে মদের দাম বাড়বে ,মদ বিক্রির পরিমান কমবে |এক বোতল মদ বিক্রি করে সরকার আয় করে ১ টাকা আর স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে খরচ হয় ৪ টাকা |তাই তারা চাইছেন  মোদী সরকাররের তরফে দেশি বিদেশি মদের দাম বাড়িয়ে দেওয়া হোক |আর এস এসের বক্তব্য দেশে সংঘটিত ৩৫% অপরাধ ,৫৫%পারিবারিক হিংসা,আত্মহনন ও বিভিন্ন অসামাজিক কাজ কর্মের  পেছনে রয়েছে মদ  পানের আসক্তি  |তবে মদের দাম বাড়লেই যে বিক্ক্রি কমবে এমন মনে করছেন না পর্যবেক্ষক মহল ,তবু আর এস এস কেন্দ্রীয় সরকাররের কাছে মদ বিক্রি নিয়ন্ত্রনের জন্যে বহুল পরিমানে সরকারি কর চাপানোর পরামর্শ দিয়েছেন |আর এস এস মদ্যপানকে নিষিদ্ধ না করে চায় ভারতে মদ্যপান নিয়ন্ত্রিত হোক |তবে বিহারে নীতিশ কুমার মদবর্জন নীতি গ্রহন করায় তার ভূমিকাকে একান্তেই প্রসংশা করেন সংঘ পরিবারের শীর্ষ নেতৃত্ব |কিন্তু পশ্চিমবঙ্গে রাজস্ব আদায়ের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার মদ কে সার্বজনীন করতে পুজোর সময় মদের ব্যবসা বাড়ানোর পাশে  মদের দোকান বন্ধের দিন কমিয়ে দেওয়া ও বিভিন্ন জায়গায় দেশী বিদেশি মদের দোকান খোলার যে নীতি নিয়েছেন তার সমালোচক কেশব ভবনের সংঘ পরিবারের কর্তারা |প্রসঙ্গত ,চলতি আর্থিক বছরে মদ কে আরো প্রসারিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজস্ব আদায়ের লক্ষ্যে ৫ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা করেছেন বলে নবান্নের প্রশাসনিক কর্তাদের সূত্রে জানা গেছে |




Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment