"দার্জিলিঙে কেন্দ্ৰীয় বাহিনী ইস্যুতে সুপ্রীম কোর্ট এর দ্বারস্থ মোদী প্রশাসন "

Indiapost24 Desk:দার্জিলিংএ কেন্দ্ৰীয় আধা সেনা প্রত্যাহার নিয়ে মোদী সরকারের সংগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সংঘাত আরও তিব্র হতে চলেছে | পাহাড় বাহিনী তুলে নেবার ব্যাপারে কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এর আগে যে স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিলেন তাকে চ্যালেঞ্জ করে মোদী সরকার সুপ্রীম কোর্টে আবেদন জমা দিয়েছেন | আগামী শুক্রবার সুপ্রীম কোর্টে জরুরি ভিত্তিতে এনিয়ে শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে | দার্জিলিং পাহাড়ে কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে আরও তীব্র হতে চলেছে কেন্দ্র রাজ্য সংঘাত এমনটাই মনে করছে পর্যবেক্ষক মহল |দার্জিলিং পাহাড় থেকে কেন্দ্রীয় বাহিনী সরানো নিয়ে কলকাতা হাই কোর্টের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টের দ্বারস্থ হোয়েছে কেন্দ্র | আজ বিচারপতি চেলামেস্বরীর বেঞ্চে কেন্দ্রের তরফে এনিয়ে আবেদন করা হয় | সর্বোচ্চ আদালতে কেন্দ্রের আইনজীবী বলেন , বাহিনী কোথায় পাঠানো হবে সেই সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রক | যে সময় বাহিনী পাঠানো হোয়েছিলো তার তুলনায় এখন দার্জিলিংএর পরিস্থিতির অনেক উন্নতি হোয়েছে | কেন্দ্ৰীয় বাহিনীকে অন্য জায়গায় , বিশেষত যে  রাজ্যে নির্বাচন হচ্ছে সেখানে মোতায়েন করার প্রোয়োজন রয়েছে | ২৭ সে অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে | এদিকে কেন্দ্রীয় সরকার যে ভাবে তৎপরতার সংগে সুপ্রীম কোর্টে আবেদন জানিয়েছেন তা বেনজির ঘটনা বলেই মনে করছে পর্যবেক্ষক মহল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment