সোয়াইন ফ্লুতে ১০৯৪ জনের মৃত্যু,উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তারা

NNS:দেশ জুড়ে এবছর সোয়াইন ফ্লুতে ১০৯৪ জনের মৃত্যু হোয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তারা | গত বছরের তুলনায় যা প্রায় চারগুন | এর মধ্যে তিন সপ্তাহে মারা গেছে ৩৪২ জন | কেন্দ্ৰীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রকের সূত্রের খবর যে গত আট মাসে দেশজুড়ে ২২ হাজার ১৮৬ জন সোয়াইন ফ্লুতে আক্ৰান্ত হন | কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয় প্রকাশিত তথ্য অনুযায়ী , পশ্চিমের রাজ্য মহারাষ্ট্রে সোয়াইন ফ্লু সবচেয়ে মারাত্মক রূপ ধারন করেছে | যেখানে এরই মধ্যে ৪৩৭ জনের মৃত্যু হোয়েছে | এর পরেই আছে প্রতিবেশি গুজরাট , সেখানে ২৯৭ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হোয়ে মারা গেছেন | ২০১৫ সালে ভারতে সোয়াইন ফ্লু ব্যাপক ভাবে ছড়িয়ে পরে | ঐ বছর এই ভাইরাস এ আক্রান্ত হোয়ে ১৯০০ জনের বেশি মানুষ মারা যায় | ২০০৯ -২০১০ সালে সারাদেশে সোয়াইন ফ্লু সবচেয়ে মারাত্মক রূপ ধারন করেছিল | ওই সময় প্রায় ৫০০০০ মানুষ আক্ৰান্ত হোয়েছিলো এবং দুই হাজার ৭০০ জনের মৃত্যু হয় | ডেঙ্গি নিয়ে এখন সারা দেশ জুড়েই ব্যাপক উদ্বেগ তৈরি হোয়েছে | পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ করে উত্তরপূর্বের রাজ্য গুলি উত্তরপ্রদেশ , দিল্লী , তামিলনাড়ু , কেরালা সহ দেশের বিভিন্ন প্ৰান্তে ডেঙ্গির ব্যাপক তা ও মৃত্যুর ঘটনা যথেষ্ট উদ্যেগ ছড়িয়েছে | প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সোয়াইন ফ্লুর পাশে ডেঙ্গির বিস্তারিত তথ্য নিয়ে নেওয়া হচ্ছে কেন্দ্ৰীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছ থেকে | কেন্দ্ৰীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্ৰী জে পি চাড্ডা প্রতিদিন সোয়াইন ফ্লু , ডেঙ্গি , ম্যালেরিয়া সহ বিভিন্ন উপসর্গের আক্ৰান্ত মানুষজনের তথ্য মনিটরিং করে চলেছেন | কেন্দ্ৰীয় সরকার সোয়াইন ফ্লু ও ডেঙ্গির দাপটে যে উদ্বিগ্ন তা কেন্দ্ৰীয় প্রশাসনের তৎপরাতেই বোঝা যায় | পশ্চিমবঙ্গে এপর্যন্ত বেসরকারি মতে ৩০ হাজারের বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন | মৃত্যুর পরিসংখ্যান নিয়ে রাজ্যের প্রশাসন ও বিরোধীদের তরজা এখন অব্যাহত রয়েছে |

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment