দৃষ্টিহীন মূক-বধির ও যৌনকর্মীদের দেয়া হবে রেশন

Indiapost24 Desk:পশ্চিমবঙ্গে এবার দৃষ্টিহীন,মূক-বধির,যৌনকর্মীদেরও সঙ্গে এইচআইভি আক্রান্তদের জন্য প্রতিমাসে  পৃথক রেশনের ব্যবস্থা করছে খাদ্যদপ্তর আর  খাদ্যদিবস উপলক্ষে খাদ্যদপ্তরে এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন  ..তিনি এও জানান আগামী তিন মাসের মধ্যে সমীক্ষা চালিয়ে তালিকা তৈরি করে রেশন এই ব্যবস্থা  চালু করা হবে.. হবে বিশেষ কার্ডের ব্যবস্থা.." সকলের  জন্য খাদ্য"
 মুখ্যমন্ত্রীর এই ইচ্ছা পূরণ করতে  খাদ্যদপ্তর এর কাজের প্রশংসা করেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জী ..তিনি বলেন "খাদ্যসাথী" প্রকল্পের জন্য  ইতিমধ্যে রাজ্য সরকার 4 হাজার ২০  কোটি টাকা বরাদ্দ করেছে অর্থদপ্তর এর মাধ্যমে.. আজ কৃষকরা ন্যায্য মূল্যের ধান বিক্রি করতে পারছেন, কৃষকদের আয় প্রায় 14 হাজার থেকে বেড়ে 38 হাজার হয়েছে, বাড়ানো হয়েছে শস্য মজুদ রাখার ভান্ডারও.. প্রসঙ্গত  নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন বলেন পশ্চিমবাংলাতে  পাহাড় থেকে জঙ্গল সকলের কাছে খাবার পৌঁছে দেওয়ার  লক্ষ্যে সারা বছর ধরে খাদ্যদপ্তর কাজ করে চলেছে" 

সূত্র :AITC
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment