ভ্লাদা জুয়ুবা নামের এক রাশিয়ান তরুণী একটি মডেলিং সংস্থার হয়ে চীনে
মডেলিং করতে এসেছিলেন। র্যাম্পে হাটার সময় মঞ্চে পড়ে যান ভ্লাদা জুয়ুবা। আর সেই র্যাম্পে মঞ্চেই মৃত্যু হয় তার। সম্প্রতি এশিয়ান ফ্যাশন শোতে অংশগ্রহণ করতে চীনে যান ১৪ বছর বয়সী এই রাশিয়ান মডেল ভ্লাদা জুয়ুবা। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, কোমায় চলে গেছেন ভ্লাদা।সম্প্রতি একটি মডেলিং সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। ওই সংস্থার হয়েই এশিয়ান ফ্যাশন উইকের র্যাম্পে এসেছিলেন রাশিয়ান এই মডেল।
মডেলিং করতে এসেছিলেন। র্যাম্পে হাটার সময় মঞ্চে পড়ে যান ভ্লাদা জুয়ুবা। আর সেই র্যাম্পে মঞ্চেই মৃত্যু হয় তার। সম্প্রতি এশিয়ান ফ্যাশন শোতে অংশগ্রহণ করতে চীনে যান ১৪ বছর বয়সী এই রাশিয়ান মডেল ভ্লাদা জুয়ুবা। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, কোমায় চলে গেছেন ভ্লাদা।সম্প্রতি একটি মডেলিং সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। ওই সংস্থার হয়েই এশিয়ান ফ্যাশন উইকের র্যাম্পে এসেছিলেন রাশিয়ান এই মডেল।
Walda
ReplyDelete