কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চালু হচ্ছে ক্যান্সার বিভাগ

Indiapost24 Desk:কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে ক্যান্সার বিভাগ.. নতুন এই  প্রকল্পের জন্য মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্যে স্বাস্থ্যদপ্তর ইতিমধ্যে বরাদ্দ করেছে 42 কোটি টাকা.. হাসপাতাল চত্বরে এই হবে  এই নতুন ক্যান্সার কেন্দ্রের জন্য সাত তলা বাড়ি.. এই কেন্দ্রে অত্যাধনিক সমস্ত যন্ত্রপাতি থাকবে ক্যান্সারের চিকিৎসার জন্য অতি প্রয়োজনীয়.. এখানে আলাদা আউটডোর  বিভাগ থাকবে  দূর দূরান্তর থেকে আগত সমস্ত রোগীদের জন্য ..এছাড়াও ক্যান্সারের বিভিন্ন পরীক্ষার জন্য থাকবে আলাদা আলাদা ঘর  ও  থাকবে অপারেশন  থিয়েটার,   "রে" দওয়া এর আলাদা বেবস্থাও..স্বাস্থ পর্যবেক্ষকদের মতে রাজ্য সরকার এই হেনো উদ্যোগ  সত্যিই প্রশংসনীয়.. 
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment