Indiapost24 Desk:নিউ টাউনের পাশাপাশি সৈকত নগরী দিঘাতেও আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার তৈরি করছে রাজ্য সরকার | যেখানে প্রায় সাড়ে পাঁচ একর জায়গা নিয়ে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটির উদ্যোগে তৈরি হচ্ছে একটা একজিবিশন গ্যালারি , আনুমানিক ১০০০ মানুষের বসার জায়গা সম্পন্ন অত্যাধুনিক একটা অডিটোরিয়াম , ও একটা ফাইভ ষ্টার সম বিলাস বহুল গেষ্ট হাউস | এই সেন্টারটি তৈরি করতে খরচ হচ্ছে আনুমাণিক ৩৫০ কোটি টাকা | যা আগামী বছর উদ্বোধন হবে | বাণিজ্য ও পর্যটনের মেলবন্ধন ঘটিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনিকমহলকে আরও একটা কনভেনশন সেন্টার উপহার দিতে চান | নিউ টাউনের অত্যাধুনিক কনভেনশন সেন্টারের পর এটি হবে আরও একটা চমক | কার্যত বাণিজ্যিক সম্মেলনের দরজা খুলে দিতেই পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন নগরীতে এমন প্রসাদপ্রমান বাণিজ্য সেন্টার খোলা হচ্ছে যা রাজ্যের উন্নয়নের সংগে সংগে লগ্নিকারীদের ও আকর্ষণ করবে |টাউনের পাশাপাশি সৈকত নগরী দিঘাতেও আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার তৈরি করছে রাজ্য সরকার | যেখানে প্রায় সাড়ে পাঁচ একর জায়গা নিয়ে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটির উদ্যোগে তৈরি হচ্ছে একটা একজিবিশন গ্যালারি , আনুমানিক ১০০০ মানুষের বসার জায়গা সম্পন্ন অত্যাধুনিক একটা অডিটোরিয়াম , ও একটা ফাইভ ষ্টার সম বিলাস বহুল গেষ্ট হাউস | এই সেন্টারটি তৈরি করতে খরচ হচ্ছে আনুমাণিক ৩৫০ কোটি টাকা | যা আগামী বছর উদ্বোধন হবে | বাণিজ্য ও পর্যটনের মেলবন্ধন ঘটিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনিকমহলকে আরও একটা কনভেনশন সেন্টার উপহার দিতে চান | নিউ টাউনের অত্যাধুনিক কনভেনশন সেন্টারের পর এটি হবে আরও একটা চমক | কার্যত বাণিজ্যিক সম্মেলনের দরজা খুলে দিতেই পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন নগরীতে এমন প্রসাদপ্রমান বাণিজ্য সেন্টার খোলা হচ্ছে যা রাজ্যের উন্নয়নের সংগে সংগে লগ্নিকারীদের ও আকর্ষণ করবে |
Home / Breaking News /
Top News /
West Bengal
/ " মমতার উদ্যোগে দিঘাতেও এবার আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার "
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment