"এবার মুসলিম সংখ্যালঘু ভাইরাও বিজেপিতে "

স্নেহাশিষ মুখার্জি :তৃণমূলের জামানায় একচেটিয়া মুসলিম তোষন নীতি চলা সত্ত্বেও মুসলমানদের যে আক্ষরিক অর্থে কোন উন্নতি হয়নি তারই প্রমাণ আজ নদিয়ার হরিণঘাটাতে ২১৩ নম্বর বুথ থেকে জয় ব্যানার্জীর বক্তব্যে উধ্বুদ্ধ হোয়ে ২৫০ জন মুসলিম শনিবার তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য শেখ মজিদ ও শেখ তাজুর নেতৃত্বে নির্দ্বিধায় বিজেপিতে সক্রিয়ভাবে যোগদান করেছে যা পশ্চিমবঙ্গের বুকে এক নজির সৃষ্টি করেছে | টলিউড খ্যাত জনপ্রিয় মুখ তথা বিজেপির রাজ্য কমিটির সদস্য জয় ব্যানার্জী সংখ্যালঘু মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলেনঃ -" বিজেপিতে ঢুকে উঁনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জিজ্ঞেস করেছিলেন যে , ওনার ঘুম ভাঙে মন্দিরের ভজন শুনে , মসজিদের আজান শুনে , চার্চের ঘণ্টা শুনে | সেটা থাকবে তো ? তাঁর উত্তরে মোদীজি তাঁকে বলেছিলেন যে উঁনি জিন্না টুপিও পরবেন না , উঁনি নেহেরু টুপিও পরবেন না , ১২৫ কোটি ভারতবাসীকে সংগে নিয়ে উঁনি উন্নতির ধারায় এগিয়ে যাবেন | মোদির কথায় উদ্বুদ্ধ হয়েই আজ তাঁর বিজেপিতে আসা | নদিয়ার নেতা কর্মিদের চাঙ্গা করতে আজ হরিণঘাটার দক্ষিণ দত্তপাড়া বাজারে প্রায় ৬০০০ -৭০০০ লোকের সমাগমে মঞ্চে দাঁড়িয়ে আসন্ন পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে নদিয়ার সংগঠনকে ঢেলে সাজাতে এবং তৃণমূলকে বাংলার মাটি থেকে উৎখাত করতে , এভাবেই দলীয় কর্মীকে বার্তা দিন তিঁনি | 


এরপর তিঁনি বলেনঃ " রাস্তায় কেউ যদি এক্সিডেন্ট হোয়ে পরে থাকে তাহলে প্রথম কর্তব্য তাকে হসপিটালে ভর্তি করা , তাকে সুস্থ করি তোলা , মানবিকতা সবার আগে , নাম বা জাতের সেখানে কোন দাম নেই তাঁর কাছে" | তিঁনি এই মঞ্চ থেকেই সংখ্যালঘু ভাইদের আহ্বান করেন যে দলে দলে বিজেপিতে যোগদান করতে , বিজেপিকে সমর্থন করতে | তিঁনি আরও আশ্বাস দেন সংখ্যালঘু ভাইদের যে ১৮ টা রাজ্যে বিজেপি আছে , কোথাও আযান বন্ধ হয়নি , কোথাও নামাজ পড়া বন্ধ হয় নি , তাহলে বিজেপিতে আসতে ভয় কিসের ? ভরসা রাখুন বিজেপিই আপনাদের দেখবে , ভবিষ্যৎ সুনিশ্চিত করবে | আমাদের দরজা খোলা , আমাদের হৃদয় খোলা , আপনারা আসুন , বিজেপিকে সমৃদ্ধ করুন , আসুন আমরা সবাই সৎ লোক , ভালো লোক মিলিয়ে আমাদের এই পশ্চিমবঙ্গকে এক সিন্ডিকেট মুক্ত , এক ধর্ষণ মুক্ত , এক দালালি মুক্ত , এক দলবাজি মুক্ত এক সুন্দর সোনার বাংলা তৈরি করি |

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment