রংপুরে হিন্দুবিরোধী হামলা ছেলেসহ জামায়াত নেতা গ্রেফতার

NNS:উত্তর বাংলাদেশের রংপুরে টিটু রায় নামে এক বেক্তির ফেইসবুক এ ইসলাম ধর্মকে নিয়ে কূরুচুকৰ মন্তব্য ও নবীকে অবমাননাকর একটি ছবি পোস্ট ও আপত্তিজনক ভাবে ফেসবুক স্টেটাস আপডেটকে কেন্দ্র করে কিছু সংখ্যক হিন্দুদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও দাঙ্গা বাধানোর দায়ে প্রধান অভিযুক্ত জামায়াতে ইসলামী নেতা মাওলানা সিরাজুল হক ও  তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ.. গঙ্গাচড়া উপজেলার খলেয়া  এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে.. সম্প্রতি রংপুরের গঙ্গাচড়া কোতোয়ালি থানায় দুই হাজারের বেশি লোককে আসামি করে দুটি মামলা দায়ের করেছে বাংলাদেশ পুলিশ প্রশাসন  এ পর্যন্ত তবে এবং  ইতিমধ্যেই 124  কে জন গ্রেপ্তার করেছে..  অন্যতম অভিযুক্ত  মৌলানা সিরাজুল হককে গ্রেফতার করার পর এখন তাকে জিজ্ঞাসাবাদের পর্ব চলছে.. এদিকে হিন্দু সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জাতীয় পার্টির নেতা হুসেইন মহম্মদ এরশাদ..তিনি বলেন এই  জাতীয়  ঘটনা অত্ত্যন্ত নিন্দনীয় ও ক্ষোভের..দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপর হামলা কারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার জন্য সবর হয়েছেন দেশের সাধারণ নাগরিকও.. অভিযুক্তরা যাতে কোনো ভাবেই সীমান্ত পেরিয়ে যেতে না পারে তাই ইতিমধ্যে বাংলাদেশের পুলিশ প্রশাসন কড়া সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে ও সংখ্যালঘুদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদানও করা হয়েছে..সঙ্গে বিভিন্ন ভাবে ক্ষতিপূরণ এর ও আশ্বাস দিয়েছে হাসিনা সরকার..
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment