মার্কিন নাগরিকদের গড় আয়ু কমেছে .....

NNS:সাধারণ মার্কিন নাগরিকদের গড় আয়ু কমেছে গতবছর |দুই দশকের মধ্যে এই প্রথম মার্কিন নাগরিকদের আয়ু কমেছে বলে মার্কিন স্বাস্থ্য পরিসংখ্যান |আয়ু কমেছে বলে মার্কিন স্বাস্থ্য পরিসংখ্যান ব্যুরো জাতীয় কার্যালয় থেকে এই তথ্য প্রকাশ করেছে |২০১৪ সালে গর আয়ু ছিল ৭৮.৯ বছর| ২০১৫ সালে তা কমে ৭৮.৮ বছর |মার্কিন নাগরিকদের নানা ধরণের জটিল রোগ এ মৃত্যুবরণের হার বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হোয়েছে বলে মনে করা হচ্ছে |২০১৫ সালে মার্কিন নাগরিকদের মৃত্যুর হার বেড়েছে ১.২% ,২০১৪ সালে মারা যায় ৭২৪ .৬ জন |২০১৫ সালে তা দাঁড়ায় ৭৩৩.১ জন |হার্ট এট্যাক কিডনির সমস্যার পাশে আন্তহত্যাকেও দায়ী করা হচ্ছে |মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন যে আয়ু কমে যাওয়ার ঘটনা নিশ্চিতভাবে দুঃসংবাদ |বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী ১৯৯৩ সালে মার্কিন নাগরিকদের আয়ু কমেছিল |২০১৪ সাল পর্যন্ত আয়ু বৃদ্ধির সংবাদ আসে |বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ,১৯৯০ সালে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ আকারে এইডসের বিস্তার ঘটায় ঐ বছর মানুষের গড় আয়ু কমেছিল |অন্যদিকে ২০০০ সাল থেকে টানা ৫ বছর সারা বিশ্বে গড় আয়ুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে বিভিন্ন তথ্য এ জানা গেছে |তাই সাধারণ মার্কিন নাগরিকদের গড় আয়ু সামান্য কমার সংবাদেও কিছুটা হলেও উদ্বেল তৈরি হয়েছে |
 
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment