"মুকুলকে আইনি চিঠি অভিষেকের "

স্নেহাশিষ মুখার্জি :গেরুয়া শিবিরে যোগ দেওয়া তৃণমূলের একদা সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়কে আইনি নোটিশ পাঠালেন তৃনমূলের তরুণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় | ৪৮ ঘন্টার মধ্যে নিঃশ্বর্ত ক্ষমা চাইতে হবে মুকুল রায়কে | চিঠিতে দাবি করা হোয়েছে যে সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল যদি এরপরও ক্ষমা না চান তাহলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মামলা করা হবে বলে জানানো হোয়েছে আইনি নোটিশ দিয়ে | এদিকে অভিষেকের আইনজিবী জানান যে , মুকুল রায়ের বিরুদ্ধে মামলা করা হবে | ১০ ঐ নভেম্বর শুক্রবার বিজেপির রাসমণি রোডের সভায় বিস্ফোরক দাবি করে মুকুল রায় জানান , ' বিশ্ব বাংলা ' আদতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা | পশ্চিমবঙ্গ সরকারের সংগে এর কোন যোগ নেই |এরপরই নবান্ন থেকে প্রথমে রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য্য ও ক্ষুদ্র কুটির শিল্প দফতরের মুখ্য সচিব রাজীব সিনহা সংবাদিকদের সামনে মুখ খোলেন | দুই আমলাই দ্বর্থহীন ভাষায় জানিয়ে দেন বিশ্ব বাংলা লোগো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি | এবার পাল্টা চিঠি পাঠিয়ে খানিকটা সমতা ফেরালেন অভিষেক , এমনটাই মনে করছেন রাজনৈতিকমহলের একাংশ | আজ কলকাতার রানি রাসমনি রোডে উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জি এস টি বিরোধি এক জনসভায় মুকুল রায়ের সমালোচনা করেন ফিরহাদ হাকিম , চন্দ্রিমা ভট্টাচার্য্য সহ দলীয় নেতারা |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment