মিসিং পার্সন ব্যুরো প্রত্যেক কমিশনারেটেই

ইন্ডিয়াপসট২৪ ডেস্ক:এবার  থেকে রাজ্যের প্রত্যেক পুলিশ কমিশনারেট আলাদা করে মিসিং পার্সন ব্যুরো গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে পুলিশ |আপাতত ৫টি কমিশনারেটের জন্য মোট ৩০ জন পুলিশ কৰ্মী ও বরাদ্দ করা হয়েছে |এতদিন পর্যন্ত রাজ্যে পুলিশের তরফে সারারাজ্যের জন্য এই বিষয়টি দেখাশোনা করত সিআইডির মিসিং পার্সন স্কোয়ার্ড |রাজ্য পুলিশ সুত্রে খবর ভবানী ভবন এর ওপর থেকে চাপ কমানোর জন্যই এবার নিখোঁজদের খোঁজ করবে সংষ্কৃষ্ট এলাকার কমিশনারেটগুলি |পুলিশ সুত্রে খবর ,প্রথমে বাড়ির লোকেদের কাছ থেকে নিখোঁজ ব্যাক্তির ছবি ও বিস্তারিত বর্ণনা নেওয়া হবে |তারপর তা পাঠিয়ে দেওয়া হবে আশেপাশের থানা এবং রেল পুলিশের কাছে |অনেকক্ষেত্রে দূরদর্শনে বা সংবাদপত্ররে এ বিজ্ঞাপন দেওয়া হয় এবং সেক্ষেত্রে সাফল্য মেলে |তবে রাজ্য পুলিশ এখন থেকে নিঁখোজ ব্যাক্তিদের একটা ডেটা বেস তৈরি করতে চাইছে যাতে পরবর্তীতে তা কাজে লাগে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment