"জেলায় জেলায় জীবিকার উন্নতিতে সরকারের তরফ থেকে ওয়াটার শেড "

Indiapost24 Desk:রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সম্প্রতি কয়েকটা জেলায় ওয়াটার শেড ভিত্তিক উদ্যোগ শুরু করেছে জীবিকার উন্নতির জন্য | পুরুলিয়া , বাঁকুড়া , বীরভূম , পশ্চিম মেদিনীপুর , ও পশ্চিম বর্ধমান জেলার ৫৪ টি ব্লকে মাটি ও আদ্রতা সংরক্ষণ , চাষাবাদ এবং জীবিকানির্বাহের কাজ করা হচ্ছে ওয়াটার শেড ভিত্তিক পদ্ধতিতে | পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যেই ১০০ দিনের কাজের আওতায় জীবনযাত্রা উন্নয়নের জন্য ওয়াটার শেড ভিত্তিক অনেক উদ্যোগ নিয়েছে |


(সোর্স-AITC)
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment