বিশ্বহিন্দু পরিষদের বিরুদ্ধে ১৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য ..

Indiapost24 Desk:বিশ্বহিন্দু পরিষদ তথা কট্টরপন্থী গেরুয়া শিবিরে ১৪০০ কোটি টাকা দূর্নীতির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন  রাজনৈতিক মহলে |অযোধ্যার রামমন্দির বিতর্কে এই  চাঞ্চল্যকর অভিযোগ তুললো  নির্মোহী আখড়া |আখড়ার  বিশিষ্ট সদস্য সীতারাম সরাসরি দাবি করেছেন এই অর্থ কেলেঙ্কারির ও দুর্নীতির প্রমান তাদের কাছে রয়েছে |বিশ্বহিন্দু পরিষদ এই অভিযোগ খারিজ করে দিয়েছে |সীতারাম বলেছেন তারা রামের সেবক তাই তারা নির্মোহী আখড়ার অর্থের দ্বারা প্রভাবিত হন না |তার দাবি নেতারা টাকাপয়সা তছরুপ করেছেন |বিশ্বহিন্দু পরিষদ বাড়িতে  বাড়িতে  গিয়ে এক একটা ইট  এর দাম চেয়ে অর্থ সংগ্রহ করেছিল  |আর এই ভাবে সংগৃহীত  ১৪০০ কোটি টাকার কোন হিসেব দেওয়া হয়নি |সীতারামের সরাসরি অভিযোগ এই অর্থ দিয়েই এবং এটাকে কাজে লাগিয়ে উত্তরপ্রদেশে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে |
কিন্তু মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলছেন ,তার কাছে মন্দির এর  ব্যাপারে কোন বার্তা আসেনি |রামের নামে সরকার গড়ে এখন যোগী পিছু হাঁটছেন বলেও দাবি করেছে নির্মোহী আখড়া |এদিকে গেরুয়া শিবির এই অভিযোগ তোলানোর পেছনে কংগ্রেস সহ বিরোধিদের হাত রয়েছে বলে মনে করেন |

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment