নবাবের শহরে আগন্তুক পর্যটকদের সুবিধা দিতে প্রশাসনের বিশেষ পরিকল্পনা

আবু সেলিম আহমেদ :শীতের মরসুম মানেই মুর্শিদাবাদে উবচে পড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ পর্যাটকদের ভিড় আর এক মহামিলন ক্ষেত্র যা নিঃসন্দেহে খুব সহজেই প্রমান করে যে এখনো পশ্চিমবঙ্গের সেরা পর্যাটন কেন্দ্র এই নবাবের জেলা। আর এইভাবে লালবাগ শহর ,ভাগীরথি নদীর পশ্চিম পাড়ের খোশবাগ কে নিয়েই  মুলত পর্যাটকদের উৎসাহ অনেক বেশি থাকে ।আর এই উৎসাহের ভিড়ের সাথে সাথে জান-জটের সমস্যা বাড়া একটা খুবই সাধারণ সমস্যা তাই লালবাগ মহকুমা শাসক ও লালবাগ মহকুমা পুলিশ অফিসারের উদ্দোগে এই সমস্যা নিরসন সহ নিরাপত্তা ব্যবস্হা বজায় রাখার লক্ষে একটি কমিটি গঠন করা হয়েছে । 
প্রসঙ্গত,লালবাগ মহকুমা পুলিশ অফিসার বরুন বৈদ্য বলেন "আগামি ১৮-১২ -২০১৭ তারিখে মুর্শিদাবাদ থানার আইসির নেতৃত্বে গঠিত কমিটি পর্যাটকদের সুবিধা দিতে সব দিক খতিয়ে দেখে যাবতীয় ব্যবস্হা গ্রহণ করবে"..এহেন পরিস্থিতিতে আগন্তুক সমস্ত পর্যটকদের জন্য এটা একটা বিশেষ সুসংবাদ ও স্থানীয় মানুষজন পর্যটন মরশুমে প্রশাসনের এই ধরণের সিদ্ধান্ত কে সাধুবাদ জানাচ্ছে.. 

Share on Google Plus Share on Whatsapp



1 comments: