Indiapost24 Desk:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘প্রথম ভাইপো’ বলে সুপরিচিত শঙ্কুদেব পণ্ডা বিজেপিতে যোগ দিচ্ছেন বলে নির্ভর যোগ্য রাজনৈতিক সূত্রের খবর ।
আর সেই পুরানো সাথী মুকুল রায়ের হাত ধরেই এবার শঙ্কু যাচ্ছেন বিজপিতে।তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তণ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক পদে থাকা শঙ্কুদেব দীর্ঘদিন রাজনৈতিক আঙ্গিনার বাইরে।
তৃণমূলের প্রথম বৃত্তে থাকা এই যুব নেতা শঙ্কুদেব পণ্ডাই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি’ না বলে ‘পিসি’ বলে ডাকতেন বলে সবারই জানা, আর তাও মমতার ইচ্ছাতেই। এবার সেই তথাকথিত “ভাইপো” এভাবে বিজেপিতে যোগ দিলে নিশ্চিতভাবেই বিব্রত করবে গোটা তৃণমূল দল তথা ‘পিসি’ মমতা ব্যানার্জীকে।
আর সেই পুরানো সাথী মুকুল রায়ের হাত ধরেই এবার শঙ্কু যাচ্ছেন বিজপিতে।তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তণ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক পদে থাকা শঙ্কুদেব দীর্ঘদিন রাজনৈতিক আঙ্গিনার বাইরে।
তৃণমূলের প্রথম বৃত্তে থাকা এই যুব নেতা শঙ্কুদেব পণ্ডাই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি’ না বলে ‘পিসি’ বলে ডাকতেন বলে সবারই জানা, আর তাও মমতার ইচ্ছাতেই। এবার সেই তথাকথিত “ভাইপো” এভাবে বিজেপিতে যোগ দিলে নিশ্চিতভাবেই বিব্রত করবে গোটা তৃণমূল দল তথা ‘পিসি’ মমতা ব্যানার্জীকে।
0 comments:
Post a Comment