মমতাকে বিঁধে আক্রমণ একদা সেকেন্ড ইন কম্যান্ডের

Snehasis Mukherjee:তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের অতি ঘণিষ্ঠ তৃনমূল কংগ্ৰেসের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায় এবার মমতাকে আক্রমণের রাস্তায় গেলেন | তৃনমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেবার পর উত্তরবঙ্গে এসে ফের বোমা ফাটালেন মুকুল রায় | 
মুকুলের সাফ কথা যে , আগামী দিনে কেউ আর তৃনমূল করবে না | তৃনমূল কংগ্রেস বলে আর কিছুই থাকবে না | দলটাই উঠে যাবে | দলীয় কর্মসূচিতে যোগ দিতে গতকাল বিকেলে শিলিগুড়িতে পৌঁছেছেন তৃনমূলের প্ৰাক্তন 'ক্রাইসিস ম্যানেজের ' |তিঁনি পাহাড়ে পা রাখতেই তাঁর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্যা শিখা চট্টোপাধ্যায় | তারপরেই সংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন বিজেপি নেতা মুকুল রায় | 
নিজের দাবির সপক্ষে লালুপ্রসাদ যাদব, ও মুলায়েম সিং যাদবের প্রসঙ্গ উত্থাপণ করে তাঁর ব্যাখ্যা ওয়ান ম্যান পার্টি বেশি দিন টিকতে পারে না | তার নমুনা লালু ও মুলায়েমের দল উঠে যাবার মুখে | মুকুল রায়ের অভিযোগ যে , তৃণমূল কংগ্রেস পাহাড়ে অশান্তি অব্যাহত রাখতে চাইছে | তাঁর মতে বিমল গুরুং নয় , পাহাড়ে অশান্তি পাকিয়েছিলো তৃণমূলই _ সম্পুর্ণ পরিকল্পিত ভাবেই তৃণমূল এই গোলমাল পাকিয়েছে | 
সামনেই পঞ্চায়েত নির্বাচন | সেই উপলক্ষ্যে জেলায় জেলায় দলীয় কর্মসূচীতে যোগ দিচ্ছেন মুকুল রায় | রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনকে তীব্র তরো করতে জেলায় জেলায় মিছিল থেকে পথসভা , জনসভা করছেন তিঁনি | দলীয় সূত্রের খবর সেই কর্মসূচিরই অঙ্গ হিসাবে গতকাল বিকালে শিলিগুড়ি পৌঁছেছেন তিঁনি | 
শিলিগুড়ির পাশাপাশি আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে দলীয় মিছিল ও জনসভায় যোগ দেবেন তিঁনি | থাকবেন দলের রাজ্য সভাপতি দিলিপ ঘোষ ও | যদিও উত্তরবঙ্গে তৃণমূল শীর্ষ নেতারা মুকুল রায়ের এই অভিযানকে রাজনৈতিক ভাবে পাত্তা দিতে চাইছেন না | 
অন্যদিকে বামশিবির মনে করছেন যে মমতা মুকুলের মধ্যে তলে তলে একটা সুন্দর বোঝাপড়া আছে | সারদা , নারদ আ নানা কেলেঙ্কারি থেকে মুক্তি পেতেই নাকি মুকুল রায়কে বিজেপিতে প্ল্যান্ট করা হোয়েছে | উত্তরবঙ্গে কংগ্রেস নেতাদের আশঙ্কা যে তৃণমূল নয়,কংগ্রেসের ঘর ভাঙ্গতেই সক্রিয় মুকুল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment