বছরে মারা যাচ্ছে ৫০ লাখ ধূমপানকারী,তবুও কী করবেন ধূমপান ? ...

NNS:ধুমপানের মাধ্যমে নিকোটিন গ্রহণের কারনে সারা বিশ্বে প্রতি বছর প্রায় ৫০ লাখ লোক মারা যায় |বিশ্ব স্বাস্থ সংস্থায় ধুমপান বনধের ব্যাপারে কোন দেশের সরকার তেমন কড়াকড়ি ব্যাবস্থা নেয় না |ফলে বিনা বাধায় মৃত্যু মাত্রা ছাড়িয়ে গেছে |সারা বিশ্বের মোট ধূমপায়ী ৯৫% কোন নিয়ম কাননের ধার ধারেনা ,ইচ্ছে হলেই ধুমপান করে |এই পরিস্থিতি চললে ২০৩০ সালের মধ্যে এই মৃত্যুর হার দাঁড়াবে ৮০ লাখ |সংগৃহিত তথ্য থেকে  আরো জানা যায় ,সেকেন্ড হ্যান্ড ধুমপান অর্থাৎ ধুমপানের ধোঁয়া থেকে আক্রান্ত হয়ে প্রতি বছর মারা যায় প্রায় ৭ লাখ লোক |

ধুমপানের ভয়াবহতা সম্পর্কে  সচেতনতা বাড়ানোর জন্য বিশ্ব স্বাস্থ সংস্থা ২০০৩ থেকে সারা বিশ্বর এর প্রায় ১৭০ টি দেশে ধুমপান সচেতনতা মুলক কার্যক্রম চালাচ্ছে |মাদকের ভয়বহতা নিয়ে সচেতনতামূলক বিজ্ঞাপণ প্রচার করা হয় |এইসব দ্রব্যের ওপর অনেক বেশি মাত্রায় ট্যাক্স ও নির্ধারণ করা হয়েছে |উক্ত সংস্থার মতে,শুধু বিজ্ঞাপণ বা ট্যাক্স বাড়িয়ে ধূমপানকে শিকড় থেকে নির্মুল করে দেওয়া যাবে না |এর ভয়বহতা নিয়ে সবাইকে  আরো ষ্পষ্ট করে জানাতে হবে |সুশিক্ষায় শিক্ষিত হলে মাদক গ্রহণের হার বেশ কমে যাবে বলে আশা করছে বিশ্ব স্বাস্থ সংস্থার কর্তৃপক্ষ |যদিও ভারত সহ দক্ষিণ এশিয়ায় ধুমপান বিরোধি প্রচার অভিযান অব্যাহত রয়েছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment