দিদির রাজ্যে রাস্তায় নামছে আরো নতুন ৪০০ এর অধিক বাস

Indiapost24 Desk:বিশ্বব্যাংকের আর্থিক সাহায্যে ১৩০টি ইলেক্ট্রনিক পরিবেশ বান্ধব বাস নামাতে চাইছে রাজ্য পরিবহণ দপ্তর |এর মধ্যে ৩০টি বাস চলবে অসানসোল -দুর্গাপুর এলাকায় |১০০টি বৃহত্তর কলকাতায় |বিধানসভার প্রশ্নোত্তর পর্বে পরিবহনমন্ত্রী এ কথা বলেন |সরকারি খরচে কেনা ২০ টি ইলেকট্রনিক বাস নিউটাউন এ চলতে শুরু করবে |ডিসেম্বরের মধ্যে ৪১১ টি সরকারি বাস রাস্তায় নামবে বলে পরিবহনমন্ত্রী বলেন |এর মধ্যে এসি, ননএসি বাস রয়েছে |
পরিবহণমন্ত্রী জানিয়েছেন ,বিশ্বব্যাংকের একটি প্রকল্পে রাজ্য ইলেকট্রনিক বাস কেনার উদ্যোগ নেওয়া হোয়েছে |বাস প্রতি ভর্তুকি হিসেবে ৬০ লক্ষ টাকা নেওয়া হবে |এই প্রকল্পে দুর্গাপুর আসানসোল ও কোলকাতাতে এই বাস চালানো হবে |বাসে ইলেকট্রিক চার্জ দেবার জন্য দুর্গাপুর ও কলকাতায় ইলেকটৃক বোর্ডকে চিহ্নিত করা হোয়েছে |
কলকাতার এসপ্ল্যানেড এ ট্রাম কোম্পানির ডিপোতে চার্জ দেবার ব্যাবস্থা করা হোয়েছে |একবার চার্জ দিলে বাস ১০০-১৩০ কিঃমিঃ চলবে |৪১১ টি বাসের মধ্যে সিএনজি চালিত বাস আছে | 
আরও বলেন ,রাজ্যে বেসরকারি বাস ২৪ হাজার ৮৩৮ এবং সরকারি বাস ৩০৯১ |২০১০ -১১ সালে ২৭১১ টি বাস চলতো |কেউ বেসরকারি বাস নামাতে চাইলে সরকার সবরকম সাহায্য করবে |মূখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠকে নতুন রুটে বাস চালানর কথা বলেন |নতুন বাসগুলি এর মধ্যে ১৫৬ টি
ঠাকুরনগর -হাওড়া ,মেমারি -কলকাতা ,জামালপুর -কলকাতা প্রভৃতি রুটে বাস চালানোর কথা জানিয়েছেন |পাহাড়ে চালানোর জন্য ৫টি নতুন বাস কেনা হোয়েছে যা মিরিক ও দার্জিলিং এর মধ্যে চালানো হবে |
কালিম্পঙ এ ট্রাক টার্মিনাল করা হোয়েছে |মিরিকে ৫ কোটি টাকা খরচ করে বাস টারমিনাল করা হচ্ছে |সাঁতরাগাছি সহ বৃহত্তর কলকাতায় টার্মিনালের উন্নয়ন করা হচ্ছে |বহরমপুরে বাস টারমিনাল করার জন্য পুরসভাকে টাকা দেওয়া হচ্ছে |ঊত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ছাত্রদের কম ভাড়ায় যাতায়াতের জন্য স্মার্ট কার্ড চালু করেছে |


Source-AITC
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment