এবার ডিএ মামলা নিয়ে তৎপর কলকাতা হাইকোর্ট

Indiapost24 Desk:আজ কলকাতা হাইকোর্ট সরাসরি এই কথা জানিয়ে দিল যে পশ্চিমবঙ্গে  সরকারী কর্মচারীদের  ভাতা সংক্রান্ত মামলার শুনানির  প্রয়োজন।তাই আগামী ১৯ সে  ডিসেম্বর থেকে এই মামলার শুনানি শুরু হবে। যদিও এদিন শুরুতেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল(এজি) কিশোর দত্ত আদালতকে জানিয়েছিলেন, রাজ্য সরকার ইতিমধ্যে কর্মচারীদের ডিএ দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে আর আগামী জানুয়ারি মাস থেকেই কমচারীরা ১৫ শতাংশ হারে ডিএ পাবেন।তাই এই মামলার  শুনানির বিশেষ কোনও প্রয়োজন নেই।অন্যদিকে  মামলাকারীদের আইনজীবী সরদার আমজাদ আলি আদালতকে জানান, এই মামলা নিঃসন্দেহে দ্রুত শুনানি করার প্রয়োজন আছে। রাজ্য সরকার ডিএ দিচ্ছে না সেটা অভিযোগ নয়। অভি্যোগ হল কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে যে ডিএ  দেওয়া হচ্ছিল, কেন সেটা বন্ধ করে দেওয়া হল। সেই বকেয়া ডিএ টাও দিতে হবে। এরই সঙ্গে চলতি যে ডিএ বাকি আছে সেটাও দিতে হবে। দু’পক্ষের বক্তব্য শোনার পর  কিন্তু বিচারপতি দেবাশিষ করগুপ্ত ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়  এই মামলা শোনার প্রয়োজন আছে তাই আগামী ১৯ সে  ডিসেম্বর থেকে এই মামলার শুনানি শুরু হবে। ।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment