নয়া মন্ত্রে গুজরাট জয়ের ছক বিজেপির ...

NNS:গুজরাট বিধানসভার আসন্ন নির্বাচন একপক্ষের সন্মান রক্ষার লড়াই |অন্যপক্ষের কাছে লড়াইয়ে টিকে থাকার শেষ সুযোগ |গুজরাটের দিকে চোখ গোটা দেশের |নরেন্দ্র মোদি কি পারবেন ২২ বছরের গড় ধরে রাখতে ?নাকি খেলা ঘুরিয়ে দেবেন অল্পেশ হার্দিক ত্রয়ী ?জাতপাতের অঙ্কের মোকাবিলায় তৃণমূলস্তরের সংগঠনে ভরসা রাখছে বিজেপি |সোশ্যাল মিডিয়ায় তাদের সবচেয়ে বড় সংগঠন |গুজরাটে নরেন্দ্র মোদীকে ধাক্কা দিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পরেছেন রাহুল গান্ধী |পতিদার নেতা হার্দিক প্যাটেল ও দলিত নেতা অল্পেশ ঠাকুরের সমর্থন জোগাড় করে নিয়েছেন তিনি |'নরম হিন্দুত্বের 'কৌশল নিয়ে গেরুয়া শিবিরের প্রতি পালটা লড়াই ছুড়ে দিতে সক্ষম রাহুল গান্ধী |২০১৪ সালে ফেসবুক ,টুইটারে প্রচারে ঝড় তুলেছিল বিজেপি |এবার বিজেপি কৌশল বদলে নজর দিয়েছে হোয়াটসআপ এ |শুধু সুরাতেই তাদের ৩২০০ টি হোয়াটসআপ গ্রুপ রোয়েছে |প্রতিটি গ্রূপকে নিয়ন্ত্রণ করেন বিজেপি নেতারা |
দক্ষিণ গুজরাটের দায়িত্ব থাকা বিজেপি নেতা পিভিএস শর্মার কথায় ,১মিনিটের মধ্যে আমরা ৬ লক্ষ লোকের কাছে পৌঁছে যেতে পারি |প্রতিটি বিধানসভা কেন্দ্রে গ্রূপ তৈরি করেছে বিজেপি |দলের প্ৰাথমিক সদস্যদের "ঠিকুজিকুষ্ঠি" রয়েছে তাদের কাছে |হোয়াটসআপ গ্ৰুপ থেকে কেউ বেড়িয়ে গেলেও নজর রাখে তারা |এর পাশাপাশি প্রতিটি এলাকায় ৪০ -৫০ জন ভোটারের দায়িত্বে রোয়েছে পান্না প্রমুখ |বিজেপি নেতৃত্বের দাবি ,ভোটের দিন দলিয় কর্মীরা ভোট দিলেই গুজরাট বিজয় নিশ্চিত |তৃণমুল স্তরের প্রচারে নেমেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই |শনিবার ভিডিও কনফারেন্সিঙের মাধ্যমে সরাসরি গুজরাটি মহিলাদের সঙ্গে কথা বলেন মোদী |তৃণমূলস্তরের সংগঠনে জোর দিয়েছেন অমিত শাহ |উত্তরপ্রদেশ লোকসভা ও বিধানসভা তেও এই ফর্মুলায় গেরুয়া ঝড় তুলেছিলেন তিনি |এবার নিজের রাজ্যে তার টার্গেট '১৫০'|অমিত হুংকারে ঘোষণা করেছেন 'উত্তরপ্রদেশে কিছুই হইনি |গুজরাটে দেখিয়ে দেব |'বিজেপির ভোট মেশিনারি বনাম কংগ্রেসের জাতপাতের অঙ্ক -কে শেষ পর্যন্ত বাজিমাত করবে |উত্তর দেবে ইভিএম |তবে উত্তরপ্রদেশে এর পূর্ব নির্বাচনে এর সামগ্রিক ফল প্রকাশ হতে বিজেপির তৃণমূলস্তরে খারাপ ফল উঠে আসায় শঙ্কিত নেতৃত্ব |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment