জানুয়ারিতে ঢাকায় যাচ্ছেন প্রণব মুখোপাধ্যায়

NNS:জানুয়ারিতে বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্টিত হতে চলেছে 'আন্তর্জাতিক বাংলা সাহিত্য সন্মেলন ২০১৭ '|১৩ জানুয়ারী থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত এই সন্মেলন হবে ঢাকার বাংলা একাডেমিতে |ভারত ,বাংলাদেশের ৩০০ জনের বেশি কবি, সাহিত্যিক ,সমালোচক এই অনুষ্ঠানে যোগ দেবেন | সূত্রের খবর ,১৩ জানুয়ারি বিকেলে বাংলা একাডেমির সন্মেলন কক্ষে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সুপ্রিমো শেখ হাসিনা |অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট বাঙালি ব্যাক্তিত্ব তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় |জানা গেছে প্রনব মুখোপাধ্যায় ঢাকার প্রধানমন্ত্রি শেখ হাসিনার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হবেন |ভারত ও বাংলাদেশের দুই নেতা -নেত্রী ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করবেন বলে মনে করছেন পর্যবেক্ষক মহল |রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শকেও যে ,বাংলাদেশ অত্যন্ত গুরুত্ত দেয় তার ঈঙ্গিত দিয়েছেন বাংলাদেশের বিদেশ দপ্তরের কয়েকজন অধিকারিকও |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment