সরকারী তালিকা থেকে এবার বহু ছুটি বাদ যোগীর রাজ্যে

Indiapost24 Desk:যোগী আদিত্যনাথের নেতৃত্বে চলা উত্তরপ্রদেশের বিজেপি সরকার সরকারী ছুটির তালিকা থেকে ৬ ডিসেম্বর আম্বেদকরের মৃত্যুদিন প্রত্যাহার করে নিলেন |যোগি আদিত্যনাথের সাফ কথা যে ,মনীষীদের জন্মদিন মৃত্যুদিনে ছুটি দেওয়ার বদলে স্কুলগুলি ঐদিন খোলা রাখা উচিত |ছাত্রদের কাছে মনিষীদের কথা তুলে ধরা হোক |যোগি সরকার ১৫টি সরকারী ছুটি রাজ্যের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন .যোগি আদিত্যনাথের বক্তব্য যে ,ছুটির ভারে ভারাক্রান্ত রাজ্য স্কুলগুলিতে পরার দিনের থেকে ছুটির দিনের সংখ্যা বেশি |আগে বছরে ২২০ দিন স্কুল খোলা থাকতো তা কমে দাঁড়িয়েছে মাত্র ১২০ দিনে |বিদ্যালয়ে পঠন পাঠনের গুরুত্ব বাড়াতেই যোগী সরকারের এই সিদ্ধান্ত বলে জানা গেছে |

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment