সাল্লুর 'টাইগার জিন্দা হ্যায়' এর নেপথ্যে মোদীকে শ্রদ্ধা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রদ্ধা জানাতেই তৈরি করা হয়েছে 'টাইগার জিন্দা হ্যায়'। মোদীকে শ্রদ্ধা জানাতেই তৈরি হয় সালমান খানের ওই সিনেমা। কেমন করে জানেন?
সংবাদমাধ্যম জি নিউজ-এর তথ্য মতে, ২০১৪ সালে আইএস জঙ্গিদের কবল থেকে ৪৬ জন ভারতীয় নার্সকে আতঙ্কবাদীরা বন্দী করে রাখে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রচেষ্টাতেই ওই সময় ৪৬ জন ভারতীয় নার্সকে ভারতে ফিরিয়ে আনা হয়। ওই ঘটনার অনুকরণেই তৈরি করা হয় সালমান, ক্যাটরিনা অভিনীত টাইগার জিন্দা হ্যায়।
এ বিষয়ে পরিচালক আলি আব্বাস জাফর জানিয়েছেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে জানেন বলে সিনেমায় যে ডায়ালগ শোনা যায়, ২০১৪ সালে সেই একই কথা শোনা যায় দিল্লির অন্দরেও। অর্থাত, প্রধানমন্ত্রী মোদীর কাজকে স্মরণ করেই তৈরি করা হয়েছে 'টাইগার জিন্দা হ্যায়'।
এদিকে ২০০ কোটির ক্লাব অতিক্রম করে ইতিমধ্যেই ভাইজানের এই  সিনেমাকে 'ব্লকবাস্টার'ও বলতে শুরু করেছে বি টাউন।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment