Biswajit Dutta :ব্যস্ততার জীবনে সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো একই রীতিতে ছুটে চলা গন্তব্যের দিকে অর্থাৎ সবাই সবার কর্মস্থল প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক বিদ্যালয় গুলিতে! আজ সেরকম একটা দিনে সকালে বেরিয়ে আজ তাদের ঘরে ফেরা হল না নিজ নিজ ঘরে।সূর্য ডুবে দিনশেষ হল প্রতিদিনের মতো কিন্তু ওরা কেই ঘরে ফিরল না। নিজ নিজ আত্মীয়-স্বজনরা দূর থেকে নিথর চেয়ে রইলো শুধু ঐ লাসগুলির দিকে।আজ মুশির্দাবাদের আকাশ বাতাস যেন স্বজন হারানোর কান্না আর বুকফাটা চিৎকারে সব যেন এলোমেলো করে দিচ্ছে।সংগৃহিত তথ্য অনুযায়ী মুর্শিদাবাদের দৌলতাবাদে ব্রিজ ভেঙ্গে করিমপুর থেকে মালদহগামী যাত্রী বোঝাই বাস ভৈরব নদীতে পড়ে এই বেদনাদায়ক দুর্ঘটনায় মোট ৩৭ জনের মধ্যে ৮ জন শিক্ষক-শিক্ষিকাও ইহজীবন ত্যাগ করছেন, তাঁদের সবার বিদেহী আত্মার শান্তি কামনা করি আমরা আপামর ভারত বাসি!!
২। মালদার বৈষ্ণব নগর চক্রের বীরনগর প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক "সুজয় বাবু"
৩। লক্ষীপুর পালগাছি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক "মলয় বিশ্বাস"
৪।গৌরীপুর হেমাজুদ্দিন হাইস্কুলের শিক্ষক "প্রদ্যুত চৌধুরী"
৫। গোটা হাইস্কুল এর শিক্ষিকা "জয়শ্রী চ্যাটার্জি"
৬। মিত্রপুর,মুরারই এর শিক্ষক "শুভব্রত বাবু"
৭।শিক্ষক ফতুল্লাপুর হাইস্কুল এর শিক্ষক "মানস পাল"
৮। হরিশংকরপুর হাইস্কুল এর শিক্ষক "গোলাম মোস্তফা"
0 comments:
Post a Comment