উত্তরবঙ্গে জোড়া কলেজ দিচ্ছে রাজ্য সরকার : মৎস মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

Indiapost24 Web Desk:রাজ্যে প্রানী ও মৎস্যবিজ্ঞান শিক্ষার প্রতিষ্ঠান আপাতত দুটি এবং দুটিই দক্ষিনবঙ্গে । উত্তরবঙ্গে নেই একটিও। সেই ঘাটতি জোড়া কলেজ দিয়ে পূরণ করে দিতে চাইছে রাজ্য সরকার। একই সঙ্গে ভেটেরিনারি বা প্রানী কলেজ এবং ফিশারিজ সায়েন্স বা মৎস্যবিজ্ঞান কলেজ পাচ্ছে উত্তরববঙ্গ। জলপাইগুড়িতে খুব শীঘ্রই ওই দুটি কলেজ গড়ে তুলবে রাজ্য। ওই দুটি কলেজ তৈরিতে বিশ্ববিদ্যালয়কে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। দুটি প্রকল্পই রুপায়ণ করবেন বিশ্বববিদ্যালয় কতৃপক্ষ। 

রাজ্য সরকার ওই দুটি কলেজ তৈরির জন্য ইতিমধ্যেই প্রানী ও মৎস্যবিজ্ঞান. বিশ্বববিদ্যালয়কে ২৫১কোটি টাকা বরাদ্দ করেছে। দুটি প্রতিষ্ঠানের জন্য জলপাইগুড়ির ময়নাগুড়িতে প্রায় ১৫১ একর জমি দেখা হয়েছে। ফেব্রুয়ারিতেই নতুন দুটি কলেজ তৈরির কাজ শুরু হবে। আর ২০১৯ সালে নতুন দুটি কলেজের পঠনপাঠন শুরু হয়ে যাবে পাশাপাশি ঝাড়গ্রামের লোধাশুলিতে ৪০ একর জমিতে প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের এক্সটেনশন সেন্টার গড়ে তোলা হচ্ছে বলে আমাদের জানান মৎস মন্ত্রী চন্দ্রনাথ সিনহা । ঝাড়গ্রাম পশু প্রজনন কেন্দ্রও  তৈরি হবে। ব্লাক বেঙ্গল গোট ও ঘুংড়ু প্রজাতির শুয়োর চাষ হবে সেখানে বলে জানা গেছে ।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment