প্রতিটা ঘরই মুখ্যমন্ত্রীর কোনো না কোনো প্রকল্প অন্তর্ভুক্ত : অনুব্রত

স্নেহাশিষ মুখার্জি :বীরভূম জেলার রামপুরহাট মহকুমায় রামপুরহাট ও নলহাটি শহরের ৫ টি বিধানসভা ও  টি ব্লকের আনুমানিক প্রায় ১২০০ বুথ কর্মীদের নিয়ে কর্মীসভা করলেন বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল | কমপক্ষে ৮০০০ থেকে ৯০০০ কর্মীদের উপস্থি হতে দেখা যায় এই  কর্মীসভায়, তাই কর্মীদের উৎসাহ প্রদান করতে গিয়ে অনুব্রত  বলেন -  আমরা কেউ ১০০ শতাংশ না দিতে পারি ৬০ শতাংশ তো দিতেই পারি | তবেই তো আমরা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবো | আজ বিজেপি ধর্মের নামে আমাদের সুড়সুড়ি দিচ্ছে | কেন তা হবে ? প্রতিটা বুথে খোঁজ নিন কেন কিছু সংখক মানুষ বিজেপির দিকে ঝুঁকছে ? তাঁরা আমাদের সরকারের কাছে কি পায়নি ? প্রতিটা ঘরই তো মুখ্যমন্ত্রীর কোনো না কোনো প্রকল্প অন্তর্ভ্যুক্ত তাহলে তাঁদের অভিযোগই বা কি ? তাঁদের কাছে জানুন এমনকি সুযোগ সুবিধা দিতে পারেনি যা বিজেপি পারবে ? জনসংযোগ আরোও বাড়ান | 
প্রতিটা মানুষের ঘরের মধ্যে ঢুকে যান ,তাঁদের মতামত,অভাব অভিযোগ যাই হোক না কেন তা শুনুন ও  প্রয়োজনে ব্যাবস্থা নিন | আমাকে জানান  |রাজ্য সরকার এর বিভিন্ন জনহিতকর প্রকল্পগুলি নিয়ে বলুন আর বুথ ভিত্তিক ভোটারস কে নিশ্চিত করুন আগামীতে এমন অনেক প্রকল্প আসতে চলেছে যা আমাদের জেলা সহ গোটা বাংলার রূপ ও চিত্র পাল্টে দেবে | ঠিক এই ভাবে তিনি বুথ কর্মীদের মধ্যে উৎসাহ বাড়িয়ে নতুন ভাবে রাজনৈনিক গতভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত ও মনোবল কে চাঙ্গা করে দিচ্ছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত..  
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment