মানুষের সাথে মানুষের পাশে থাকাই এই সরকারের আদর্শ : রাজীব হোসেন

Indiapost24 Web Desk:রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ লালবাগ মহকুমার কাপাসডাঙ্গা গ্রামপঞ্চায়েতের উদ্যোগে কাপাসডাঙার দুঃস্থ অসহায় ২০৪০ জন মানুষকে শীতবস্ত্র ও মশারি প্রদান করা হয় | এদিন লালবাগ মহকুমার সভাপতি রাজীব হোসেন নিজের হাতে এই অসহায় দুঃস্থ মানুষগুলিকে শীতবস্ত্র ও মশারি প্রদান করেন | উপস্থিত ছিলেন এসডিও লালবাগ তপলেম লামা,এসডিপিও বরুন বৈদ্য ,আইসি লালবাগ আশীষ দেব , বিডিও রহমাত আলি ,মুর্শিদাবাদ জেলার ব্লক সভাপতি মশরাত শেখ ,লালবাগ মহকুমার শহর সভাপতি রাশু মণ্ডল প্রমুখ ব্যাক্তিত্ববর্গ | 
উক্ত সভায় লালবাগ মহকুমার সভাপতি রাজীব হোসেন বলেন  "আমরা ধন্যবাদ জানাবো আমাদের নেত্রীকে, যাঁর নেতৃত্বে 2011 সালে বাংলায় সিপিএম নামক জগদ্দল পাথরটাকে সরিয়ে আমরা ক্ষমতায় এসেছি | দীৰ্ঘদিনের মানুষের সুপ্ত বাসনাকে সম্মান জানিয়ে আমরা একের পর এক জনহিতকর প্রকল্প মানুষের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছি ও হচ্ছি| যা ৩৪ বছরে বাম আমলে কোনোভাবেই সম্ভব হয়নি কারণ সেইসময় কোন পরিকল্পনাভিত্তিক কাজ হয়নি | আমাদের সরকারের মূল উদ্দেশ্য মানুষের অভাব অভিযোগগুলি  গুরুত্ব দিয়ে শোনা এবং পাশাপাশি সেগুলির  সুষ্ঠ সমাধান করা | আজকের এই কর্মযজ্ঞও এর থেকে বিচ্ছিন্ন নয় | মানুষের সাথে মানুষের পাশে থাকাই আমাদের কর্তব্য"


এই ভাবে এই সব গরীব ও অসহায় মানুষজন সহযোগিতা ও অনুদান পেয়ে সকারের প্রতি ও তাদের স্থানীয় নেতাদের কে হৃদয় স্থল থেকে আশীর্বাদ করে মা মাটি মানুষের সরকারের স্থায়িত্ব কামনা করে .. 
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment