প্রজাতন্ত্র দিবসে নদিয়ার ফুলিয়াতে ভারতের সর্ববৃহত্তম পতাকা উত্তোলন

স্নেহাশিষ মুখার্জি :আজ প্রজাতন্ত্র দিবসকে স্মরণীয় করে রাখতে নদিয়ার ফুলিয়ায় জুনিওর হান্ড্রেড ক্লাবের উদ্যোগে উত্তোলন হল ভারতের সর্ববৃহত্তম পতাকা এমনই দাবী করলেন জুনিওর হান্ড্রেড ক্লাবের কার্যকরী সদস্য অভিনব বসাক | তিঁনি আমাদের ওয়েব মাধ্যমকে জানান  গত বছর পাঞ্জাবের অমৃতসর সীমান্তে উড়েছিল এই জাতীয় পতাকা | যার উচ্চতা ছিল ১২০ ফুট এবং প্রস্থ ৮০ ফুট | আর আমাদের পতাকার দৈর্ঘ্য ১২১.৫ ফুট , এবং প্রস্থ ৮১ ফুট | পতাকার ওজন প্রায় ৬৬ কেজি | প্রায় ১৫ দিন ধরে ১৫ জন শ্রমিক এই পতাকাটা তৈরি করেছে | উঁচু বাঁশের পিলার করতে প্রায় ২৫৭৮ টি বাঁশ লেগেছে |

 ভারতবর্ষে সবচেয়ে বড় পতাকা আমরা এই জায়গা থেকে বলছি কারণ ইতিমধ্যেই আমরা এটাকে লিমকা বুক অফ রেকর্ডসে পাঠালে লিমকা বুক অফ রেকর্ডস এটাকে এপ্প্রুভল করে |নদিয়ার ফুলিয়া এবার সেই রেকর্ড ভাঙার দৌড়ে এগিয়ে | 

এদিন এই পতাকা উত্তোলন করেন নদিয়ার বেথুয়াডহরীর ৯৩ বছর বয়সী রমেন্দ্রনাথ চক্রবর্তী | তিঁনি জানান  আমি গর্বিত নদিয়াবাসী হিসাবে যে এমন একটা দিনের সাক্ষী থাকলাম আজ | যেখানে বৰ্তমানে যুবসমাজের কাছে সময়ের বরই অভাব সেখানে আজকের দিনে এমন একটা মহৎ উদ্যোগ যা ভবিষ্যত প্রজন্মকে সঠিক দিশায় নিয়ে যাবে বলেই আমার বিশ্বাস |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment