Snehasis Mukherjee:মুর্শিদাবাদ জেলার প্রাত্তন সভাপতি মান্নান হোসেনের অকাল প্রয়ানের পর তাঁরই ধারাকে অব্যাহত রেখেই রাজনৈতিক পথ চলছে মান্নান পুত্র রাজীব হোসেন তাই রক্তদান শিবির ও শীত বস্ত্র বিতরণের মত সামাজিক কর্মকান্ডের মধ্যে থেকেও তার নেতৃত্ত্বধীন লালবাগ মহকুমার সংগঠনকে প্রতিদিন একটু একটু করে আরোও মজবুত করে চলছে বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল |
রাজীবের দক্ষ সাংগঠনিক নেতৃত্ব দেবার ক্ষমতাকে স্যালুট জানিয়ে আজও "ডি ওয়াই এফ ওয়াই" এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য বাবন মণ্ডল ও সৌমিত্র মণ্ডলের সঙ্গে কম বেশি ৪০০ বিক্ষুদ্ধ সিপিএমের কর্মী-সর্মথকরা তৃণমূলে যোগদান করে আর আর এই বিষয় রাজীবের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান দিদির আদর্শে ও জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর সহযোগিতায় সংঘঠনকে আরো মজবুত করছি ও তাই ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল ও কর্মীদের কাছে মমতা ব্যানার্জীর উন্নয়ন চিত্র ও দলীয় আদর্শকে তুলে প্রতিনিয়ত জনসংযোগ বাড়িয়ে একজন দলের সৈনিক হিসাবে তাদেরকে তৃণমূল মুখী করছি..
দিদির উন্নয়নের জামানায় একসময় গোটা মুর্শিদাবাদ যখন মান্নান হোসেনের হাত ধরে স্বপ্ন দেখা শুরু করেছিল আগামী দিনে মুর্শিদাবাদ জেলাকে হয়তো আর পিছিয়ে পড়া জেলা বলা হবে না ,পুত্র হিসাবে তার প্রতিটি কর্মযজ্ঞে তারই প্রতিফলণ ঘটছে বলে দাবি করছেন জেলার সাধারণ মানুষজন তাই হয়তো আজ মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষজন তাদের প্রিয় নেতা প্রয়াত মান্নান হোসেনকে দেখছে রাজীব হোসেনের মধ্য দিয়েই | রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে বর্তমানে এই ভাবে তার জনপ্রিয়তা ও জনসংয়ের মাধ্যমে প্রায় প্রতিটা কৰ্মী সভাকেই জনসভায় পরিণত করছেন মান্নান পুত্র|
Home / Breaking News /
Politics /
Top News /
West Bengal
/ দিদির আদর্শ ও জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর সহযোগিতায় সংঘঠনকে আরোও মজবুত করছি:রাজীব হোসেন
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment