NNS : পুরনো ভারতীয় পাসপোর্টে শেষ পাতায় বেশকিছু তথ্য থাকতো। কিন্তু বিদেশমন্ত্রক এর আগে জানিয়েছিল যে, পরিবর্তিত পাসপোর্টে পৃষ্ঠাটি খালি থাকবে। কিন্তু আপাতত বিদেশমন্ত্রক এর থেকে পিছু হটছে।
এর পাশাপাশি ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড - দের জন্যে কমলা রংয়ের মলাট দেওয়া নতুন পাসপোর্ট ইস্যু করার কথা ভাবা হয়েছিল। কিন্তু বিরোধীদের প্রবল আপত্তিতে বিদেশ দফতর পিছু হটে জানিয়েছে যে, নতুন পাসপোর্টে কমলা রং হচ্ছে না।
এর পাশাপাশি ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড - দের জন্যে কমলা রংয়ের মলাট দেওয়া নতুন পাসপোর্ট ইস্যু করার কথা ভাবা হয়েছিল। কিন্তু বিরোধীদের প্রবল আপত্তিতে বিদেশ দফতর পিছু হটে জানিয়েছে যে, নতুন পাসপোর্টে কমলা রং হচ্ছে না।
0 comments:
Post a Comment