ঈশান পোরেলকে নিয়ে গর্ব কোচ প্রণব নন্দির

NNS : 19 বছর বয়সিদের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত বোলিং করে দেশ খ্যাত হয়ে উঠেছেন বাংলা তরুণ ঈশান পোরেল। সকলেই মুগ্ধ তার নৈপুণ্যে।

 রাহুল দ্রাবিড় তার দারুন প্রশংসা করেছেন। কিন্তু তার শিক্ষাগুরু তথা প্রথমে ক্লাব কোচ ও তার অনূর্ধ্ব 19 বাংলা দলের কোচ প্রণব নন্দী ঈশান  পোরেলের নৈপুণ্যে  শুধু মুগ্ধ নন, ঈশান ক্রমেই যে একজন ভারতীয় পরিণত ক্রিকেটার হয়ে উঠছে তা বলতে দ্বিধা করেননি প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান কোচ প্রণব নন্দী।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment