মৃত্যুঞ্জয় সরদার :জনতা দল (সেকুলার) সুপ্রিমো তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া কর্ণাটকের আগামী বিধানসভা নিবার্চনে বিজেপির বিরোধিতার জন্যে কংগ্রেসের সঙ্গে সমঝোতার রাস্তায় যেতে রাজি নন,তিনি কোন মতেই যে,কর্ণাটকের কংগ্রেসী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে এক মঞ্চে বসতে রাজি নন তাও পরিস্কার করে দিয়েছেন।
জানা গেছে যে,কনাটকের এই প্রবীন রাজনৈতিক নেতা নিবার্চনের আগে কংগ্রেস বা বিজেপি কারোর সঙ্গেই সমঝোতায় যেতে রাজি নন। বিভিন্ন সমীক্ষায় কর্ণাটকের বিধানসভা নিবার্চনে ফলাফল ঝুলন্ত হতে পারে মনে করেই দেবগৌড়া কিং মেকারের ভুমিকায় নামতে চাইছেন বলেই কংগ্রেস থেকে দুরত্ব রাখার লাইন নিয়েছে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।
জানা গেছে যে,কনাটকের এই প্রবীন রাজনৈতিক নেতা নিবার্চনের আগে কংগ্রেস বা বিজেপি কারোর সঙ্গেই সমঝোতায় যেতে রাজি নন। বিভিন্ন সমীক্ষায় কর্ণাটকের বিধানসভা নিবার্চনে ফলাফল ঝুলন্ত হতে পারে মনে করেই দেবগৌড়া কিং মেকারের ভুমিকায় নামতে চাইছেন বলেই কংগ্রেস থেকে দুরত্ব রাখার লাইন নিয়েছে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।
0 comments:
Post a Comment