স্নেহাশিষ মুখার্জি :বুধবার ঘাঁস ফুলের শক্ত ঘাঁটি বীরভূম জেলার অনুব্রত গড়ে রাজ্যের মৎস মন্ত্ৰী চন্দ্রনাথ সিনহার হাত ধরে ইলামবাজার ব্লকের নানাশল গ্রাম পঞ্চায়েতের সিপিআইএমের সদস্য আজব আলী মণ্ডল ও প্রাত্তন জোনাল সেক্রেটারি পোড় খাওয়া রাজনীতিবিদ মোহাম্মদ ইকবাল হোসেন সহ শতাধিক কৰ্মী ও সমর্থক নিয়ে সি পি আই এম ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে এলেন আর পঞ্চায়েত ভোটের আগে এই যোগদান করাকে কেন্দ্র করে আরও একবার বীরভূমের মাটিতে প্রমাণ করেদিল যে অনুব্রত গড়ে অনুব্রতই শেষ কথা এবং পাশাপাশি এও প্রমানিত হল যে রাজ্যে সি পি আই এম -এর অস্তিত্ব একেবারেই তলানিতে এসে ঠেকেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকগন |
মৎস মন্ত্ৰী তথা বীরভূম জেলার সাধারণ সম্পাদক চন্দ্রনাথ সিনহা আমাদের ওয়েব মাধ্যমকে জানান যে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে মা মাটি মানুষের উন্নয়নে সমস্ত বিরোধী দল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে | তাই তো প্রতিনিয়ত ব্লক স্তরের নেতাদের সাংগঠনিক দক্ষতাকে বাড়িয়ে অন্যান্য সাম্প্রদায়িক ও অপশাসনের প্রতীক ধারীদের তাড়িয়ে সর্বত্র ঘাঁস ফুল ফোটাতে প্রতিনিয়ত ব্যাস্ত জেলা সভাপতি অনুব্রত মন্ডল |
মৎস মন্ত্ৰী তথা বীরভূম জেলার সাধারণ সম্পাদক চন্দ্রনাথ সিনহা আমাদের ওয়েব মাধ্যমকে জানান যে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে মা মাটি মানুষের উন্নয়নে সমস্ত বিরোধী দল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে | তাই তো প্রতিনিয়ত ব্লক স্তরের নেতাদের সাংগঠনিক দক্ষতাকে বাড়িয়ে অন্যান্য সাম্প্রদায়িক ও অপশাসনের প্রতীক ধারীদের তাড়িয়ে সর্বত্র ঘাঁস ফুল ফোটাতে প্রতিনিয়ত ব্যাস্ত জেলা সভাপতি অনুব্রত মন্ডল |
0 comments:
Post a Comment