স্নেহাশিষ মুখার্জি :গতকাল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যাত্রার সূচনা করেন | সেই সময় মিছিলের সূচনাস্থলে ছিলেন বিজেপির নেতা মুকুল রায় , রাহুল সিনহা , এবং যুবমোর্চার সভাপতি দেবজিত সরকার | যদিও মিছিল কিছুটা এগিয়েই মুরারীপুকুরের কাছে তৃনমূলের হামলার মুখে পড়ে বলে অভিযোগ | এরপর মিছিল উল্টোডাঙা , যশোর রোড হোয়ে এগোতে থাকে | সন্ধ্যের পর মিছিল থামে কৃষ্ণনগরে | সেখানেই হয় রাত্রিযাপন |
এরপর আজ মঙ্গলবার এই মিছিলটি কোচবিহারের দিকে রওনা দিতে গেলে পলাশীতেও তাদেরকে তৃণমূলের সন্ত্রাসবাহিনী কালোপতাকা দেখায় , তাদেরকে মারধর ওকরে বলে অভিযোগ করেন নদীয়া যুবমোর্চার সভাপতি ভাস্কর ঘোষ | তিঁনি আরও বলেন যে বিপদ বিশ্বাস নামে আমাদের এক কর্মীকে তৃণমুলের সন্ত্রাসবাহিনী ব্যাপক মারধর করে |রক্তাক্ত অবস্থায় তাঁকে হসপিটালে নিয়ে যাওয়া হয় |
এদিকে কলকাতা থেকে আগত বিজেপির বাইক মিছিলের উপর তৃণমূল দুষ্কৃতিদের হামলার প্রসঙ্গে বিজেপি রাজ্য যুবমোর্চার সভাপতি দেবজিৎ সরকার বলেন "গণতান্ত্রিক পদ্ধতিতে একটা বাইক মিছিল রাজ্য সরকারকে দায়িত্ব দিয়েছেন মহামান্য হাই কোর্ট | সেটা যদি না মানতে পারে , প্রশাসন যদি তা মানতে না দেয় তাহলে কি আর করা যাবে ? রাজ্যের এরকম অবস্থা , আইনশৃঙ্খলা নেই পরিষ্কার বোঝা যাচ্ছে | প্রশাসন সঙ্গে আছেন , দুজন অবজার্ভারও রয়েছেন ,মহামান্য বিচারক নির্দেশ দিচ্ছেন , তারপর এইরকম অনভিপ্রেত ঘটনা ঘটছে | এরপরেও কি আমরা মনে করতে পারবো এটা গণতান্ত্রিক দেশ ? এখানে প্রতিরোধ করা ছাড়া কোন উপায় নেই |
মানুষকে বাঁচার জন্য প্রতিরোধ করতে হবে , আর কলকাতা থেকে কৃষ্ণনগরের দিকে আসার সময় নদিয়ার হবিবপুর এর মুখে আমাদেরকে শাসক তৃনমূল কালো পতাকা দেখায় | ওটা আমাদের কাছে একটা অসাধারণ ব্যাপার | আমরা মনে করি বিজেপি যুবমোর্চা তৃনমূল কংগ্রেসের চরিত্রটাই বদলে দিয়েছে | তৃনমূল নিজের পতাকার রঙ বদলেছে রাজ্যে ,এটা আমাদের একটা নৈতিক জয়,বিরোধি দল হয়েও আমরা শাষক গোষ্ঠীর যে চেহারাটাকে বদলে দিলাম , সব জায়গায় যারা বোম , গুলি , পিস্তল নিয়ে দৌড়ে বেড়ায় তাঁদের হাতে আজ কালো পতাকা, অনেকটা ওনারাই আমাদের শাষন ক্ষমতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে" |
এরপর আজ মঙ্গলবার এই মিছিলটি কোচবিহারের দিকে রওনা দিতে গেলে পলাশীতেও তাদেরকে তৃণমূলের সন্ত্রাসবাহিনী কালোপতাকা দেখায় , তাদেরকে মারধর ওকরে বলে অভিযোগ করেন নদীয়া যুবমোর্চার সভাপতি ভাস্কর ঘোষ | তিঁনি আরও বলেন যে বিপদ বিশ্বাস নামে আমাদের এক কর্মীকে তৃণমুলের সন্ত্রাসবাহিনী ব্যাপক মারধর করে |রক্তাক্ত অবস্থায় তাঁকে হসপিটালে নিয়ে যাওয়া হয় |
এদিকে কলকাতা থেকে আগত বিজেপির বাইক মিছিলের উপর তৃণমূল দুষ্কৃতিদের হামলার প্রসঙ্গে বিজেপি রাজ্য যুবমোর্চার সভাপতি দেবজিৎ সরকার বলেন "গণতান্ত্রিক পদ্ধতিতে একটা বাইক মিছিল রাজ্য সরকারকে দায়িত্ব দিয়েছেন মহামান্য হাই কোর্ট | সেটা যদি না মানতে পারে , প্রশাসন যদি তা মানতে না দেয় তাহলে কি আর করা যাবে ? রাজ্যের এরকম অবস্থা , আইনশৃঙ্খলা নেই পরিষ্কার বোঝা যাচ্ছে | প্রশাসন সঙ্গে আছেন , দুজন অবজার্ভারও রয়েছেন ,মহামান্য বিচারক নির্দেশ দিচ্ছেন , তারপর এইরকম অনভিপ্রেত ঘটনা ঘটছে | এরপরেও কি আমরা মনে করতে পারবো এটা গণতান্ত্রিক দেশ ? এখানে প্রতিরোধ করা ছাড়া কোন উপায় নেই |
মানুষকে বাঁচার জন্য প্রতিরোধ করতে হবে , আর কলকাতা থেকে কৃষ্ণনগরের দিকে আসার সময় নদিয়ার হবিবপুর এর মুখে আমাদেরকে শাসক তৃনমূল কালো পতাকা দেখায় | ওটা আমাদের কাছে একটা অসাধারণ ব্যাপার | আমরা মনে করি বিজেপি যুবমোর্চা তৃনমূল কংগ্রেসের চরিত্রটাই বদলে দিয়েছে | তৃনমূল নিজের পতাকার রঙ বদলেছে রাজ্যে ,এটা আমাদের একটা নৈতিক জয়,বিরোধি দল হয়েও আমরা শাষক গোষ্ঠীর যে চেহারাটাকে বদলে দিলাম , সব জায়গায় যারা বোম , গুলি , পিস্তল নিয়ে দৌড়ে বেড়ায় তাঁদের হাতে আজ কালো পতাকা, অনেকটা ওনারাই আমাদের শাষন ক্ষমতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে" |
0 comments:
Post a Comment