অনুব্রত গড়ে ইতিমধ্যেই দলীয় মহিলা কর্মীদের রাজনৈতিক প্রশিক্ষণ দেয়ার কর্মসূচি গ্রহণ

স্নেহাশিষ মুখার্জি :বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে জেলা তৃণমূল কংগ্রেসের  সভাপতি অনুব্রত মণ্ডলের নেতৃত্বে বুধবার মহিলা কর্মীদের রাজনৈতিক প্রশিক্ষণের উদ্দেশ্যে এক দলীয় কর্মীসভার আয়োজন করা হয় | উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে বীরভূম জেলা সভাপতি  আগামী ৩ মাসের দলীয় কর্মসূচি ঘোষণা করেন পাশাপাশি এদিনের এই সভা থেকে তিনি আগামী ৩১শে  জানুয়ারি নেত্রীর নির্দেশে আলিপুরের উত্তীর্ণ মঞ্চে রাজ্যের দলীয় কর্মসূচি সভাতে যোগদান দেয়ার বিষয়টাও জেলা কমিটির পক্ষ থেকে জানিয়ে দেন |

 এদিন অনুব্রত মন্ডল জানান  আগামী ৩ রা ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত্য বীরভূম জেলার প্রত্যেকটি ব্লকে পাশাপাশি বর্ধমান জেলার তাঁর দায়িত্বাধীন আয়ুষ গ্রাম,কেতু গ্রাম ও মঙ্গলকোট এই তিনটি বিধানসভায়ও  বিকেল ৩টে থেকেই  প্রতিটি  মহিলা কর্মীসভা হবে |

আর  যে যেখানকার দায়িত্বে আছে তাদেরকে প্রত্যেক মহিলা জনসভায় কমপক্ষে বুথভিত্তিক ২০ থেকে ২৫ হাজার মহিলা জন উপস্থিত করতে হবে তিনি নির্দেশ দেন সঙ্গে প্রত্যেক সভার প্রয়োজনীয় অনুমতি (পুলিশ এবং মাইকের) ব্যাবস্থা ব্লক সভাপতিদেরই করতে হবে পাশাপাশি একথাও জানান যাতে দলীয় এই সব কর্মী সভার ক্ষেত্রে মানুষের জনজীবনে যেন কোন সমস্যা না আসে তাই  তিঁনি বার বার বলেন যদি উক্ত মিটিংএর সময় মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষা চললে অবশ্যই  ঘেরা জায়গার মধ্যে সভা করতে হবে ও শব্দদূষণ যাতে না হয় সেদিকটাও নজর রাখতে হবে |  এছাড়াও কোন সভা কথন,কোথায় ও কবে হবে তাও প্রত্যেক কর্মীকে একটি নির্দেশিকা দিয়ে সঠিক ভাবে বুঝিয়ে দেন | 

এদিনের এই দলীয় সভায়  ছিলেন মন্ত্ৰী আশীষ ব্যানার্জী ,মন্ত্ৰী চন্দ্রনাথ সিনহা ,রানা সিংহ ,৭ জন বিধায়ক, ১৯ টা ব্লকের ব্লক সভাপতি আর ১৬৭ টি গ্রাম পঞ্চায়েতের প্রধানের উপস্থিতিতে বীরভূম জেলা সভাপতি আগামী ৩ মাসের দলীয় মহিলা কর্মসূচীর নির্দেশিকা দেন |  
যেহেতু ৫০ শতাংশ সিট মহিলাদের জন্য সংরক্ষিত সেহেতু দলের  মহিলা কর্মীদের প্রধান হিসাবে দাঁড় করাতে গেলে সেক্ষেত্রে মহিলাদের রাজনৈতিক প্রশিক্ষণটা খুবই জরুরি আর সে কারণে আগামী  ৩ মাস ধরে ২৬ টা কর্মীসভার মাধ্যমে তাঁদের সচেতনতা বৃদ্ধি  প্রয়োজনীয় রাজনৈতিক প্রশিক্ষণ দেয়া  হবে বলে দলীয় সূত্রের খবর | 

এইভাবে অনুব্রত গড়ে  যেভাবে দলীয় কর্মীদের চাঙ্গা করতে তিনি ঝাঁপিয়ে পড়ছেন তাতে নিঃসন্দেহে আগামীদিনে বিরোধীদের দমকা হাওয়ায় উড়িয়ে বীরভূমের প্রত্যেক বিধানসভার কম বেশি প্রত্যেকটি পঞ্চায়েতেই যে ঘাঁস ফুল ফুটবে তা মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment