ক্রিস্টাল অ্যাওয়ার্ডে ভূষিত বলিউড বাদশাহ শাহরুখ খান

নিজের দীর্ঘ ও সফল ক্যারিয়ারে অসংখ্য অ্যাওয়ার্ড ও সম্মাননা পেয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এবার সেখানে আরও একটি অ্যাওয়ার্ড যোগ হয়েছে। এবার ২৪তম বার্ষিক ক্রিস্টাল অ্যাওয়ার্ডে ভূষিত হলেন বলিউড কিং।২৪তম ক্রিস্টাল অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে তাকে। সুইজারল্যান্ডের দাভোসে এই সম্মাননা অনুষ্ঠানটি আয়োজিত হয়। 

ভারতে নারী ও শিশুদের অধিকার আদায়ের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শাহরুখ খানকে এই পুরস্কার দেওয়া হয় বলে জানা গেছে। শাহরুখ খানের সাথে আরো সম্মানিত হন ব্রিটিশ সংগীতশিল্পী এলটন জন এবং অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্লানচেট। পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ৫২ বছর বয়সী এই সুপারস্টার বলেন, 'আমি গভীরভাবে কৃতজ্ঞ ও সম্মানিত। সেই সাথে সাম্প্রতিক সময়ের মানবকুলের দুই মহাপ্রতিভার সাথে একই কাতারে আমাকে রাখার জন্যও কর্তৃপক্ষকে ধন্যবাদ।' 

অলাভজনক প্রতিষ্ঠান মীর ফাউন্ডেশনের পক্ষ থেকে মানবতার পক্ষে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধের উদাহরণ সৃষ্টির জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানা গেছে। মীর ফাউন্ডেশনের পক্ষ থেকে এই পুরস্কারটি গ্রহণ করেন প্রতিষ্ঠাতা শাহরুখ। 

মীর ফাউন্ডেশন মূলত কাজ করে এসিড হামলার শিকার ও কোনো কারণে পুড়ে যাওয়া নারীদের নিয়ে। তাদের চিকিৎসা সহায়তা, আইনি সহায়তা, কারিগরি শিক্ষা প্রদান, পুনর্বাসন এবং সর্বোপরি তাদের নতুন করে বাঁচার প্রেরণা যোগায় মীর।এ ছাড়াও শাহরুখ খান ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড নির্মাণ ও তাদের চিকিৎসার সুব্যবস্থা করেন।মীর ফাউন্ডেশনের কর্মীদলের প্রশংসা করে শাহরুখ আরো বলেন, 'আমি এদের নিয়ে গর্বিত। এরা সব সময় আমাকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। নিজেদের সর্বোচ্চটা দিয়ে ভিকটিমদের পাশে থেকেছেন।'

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment