Indiapost Web Desk:২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল ও বিজেপির শক্তি প্রদর্শনকে কেন্দ্র করে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে বিভিন্ন জেলা সহ উত্তরবঙ্গের কোচবিহারও ৷ তাই আজ তৃণমূল জেলা কমিটির পক্ষ থেকে জেলা জুড়ে বাইকমিছিল করলো বিজেপির সাম্প্রদায়িকতা ও জনবিরোধী নীতির বিরুদ্ধে ৷তৃণমূল সূত্রের দাবি, এদিনের এই বাইক ব়্যালিতে অন্তত ২৫০০০ মোটর সাইকেল নিয়ে নেতা-কর্মীরা যোগদান করেন এই রালিতে৷
এদিকে তৃণমূলের বাইক ব়্যালির বহর আগাম আঁচ করে বিজেপি শিবিরের অনেকেই মুচড়ে এক ঘরে হয়ে পড়ছেন বলে দাবি অনেকের ৷ ইতিমধ্যে দুপুর থেকে শুরু হয় এই বইকের রালি ,তাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা বাইক নিয়ে রাসমেলা ময়দানে হাজির হয়েছেন আর এখানেই মন্ত্রী ও জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বিজেপির সাম্প্রদায়িকতা ও জনবিরোধী নীতির বিরুদ্ধে আলোচনা করেন পাশাপাশি মমতা সরকারের বিভিন্ন উন্নয়নের দিকগুলো তুলে ধরেন এই বিশাল জনসভায় ৷
বাংলার মাটিতে আমরা কোনোদিনই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেবোনা যে যে ছোট ছোট বিষয়গুলি মানুষের ধর্মের ভাবাবেগে আঘাত হানে সেগুলি আমরা খুবই সচেতনতার সঙ্গে প্রতিহত করবো আর বাংলার ঐতিহ্যকে অটুট রাখবো তাই প্রয়োজনে মসজিদ কিংবা মন্দিরগুলিতে গার্ড রেখে আমরা নিজেরাই সচেতন থেকে নিজেরাই সেই অপ্রীতিকর ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই করবো বলে এদিন মঞ্চ থেকেই স্পষ্টত জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ জানিয়ে দেন আগত কম বেশি ৫০০০০ নেতা ও কর্মী -সমর্থকদের ..এদিনের এই রাসমেলার ময়দানের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন,উদয়ন গুহ,হিতেন বর্মন,পঙ্কজ ঘোষ সহ অন্যান্য সব নেতৃত্ব বর্গরা ।
উল্লেখ্য সম্প্রতি বিজেপির বাইক মিছিলও কোচবিহার রাসমেলার ময়দানে এসেছিল। শাসকদলের একাংশের মতে দলের জেলা সভাপতির নেতৃত্বে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে কোচবিহার শহরে একটি মিছিল হয়েছিল। আর সেই মিছিলে জনপ্লাবনের মাধ্যমেই জেলায় তৃণমূলের শক্তি টের পায় বিরোধীরা তবুও বাইক মিছিলের মাধ্যমেও ফের সাংগঠনিক শক্তি ও জনমতের ভিত্তি আরো একবার প্রদর্শন করে বিজেপিকে দেখেয়ে দিলো যে বাংলার জমিনে তাদের অবস্থান খুবই নগন্য বলে ধারণা করছেন পর্যবেক্ষক মহল ৷
এদিকে তৃণমূলের বাইক ব়্যালির বহর আগাম আঁচ করে বিজেপি শিবিরের অনেকেই মুচড়ে এক ঘরে হয়ে পড়ছেন বলে দাবি অনেকের ৷ ইতিমধ্যে দুপুর থেকে শুরু হয় এই বইকের রালি ,তাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা বাইক নিয়ে রাসমেলা ময়দানে হাজির হয়েছেন আর এখানেই মন্ত্রী ও জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বিজেপির সাম্প্রদায়িকতা ও জনবিরোধী নীতির বিরুদ্ধে আলোচনা করেন পাশাপাশি মমতা সরকারের বিভিন্ন উন্নয়নের দিকগুলো তুলে ধরেন এই বিশাল জনসভায় ৷
বাংলার মাটিতে আমরা কোনোদিনই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেবোনা যে যে ছোট ছোট বিষয়গুলি মানুষের ধর্মের ভাবাবেগে আঘাত হানে সেগুলি আমরা খুবই সচেতনতার সঙ্গে প্রতিহত করবো আর বাংলার ঐতিহ্যকে অটুট রাখবো তাই প্রয়োজনে মসজিদ কিংবা মন্দিরগুলিতে গার্ড রেখে আমরা নিজেরাই সচেতন থেকে নিজেরাই সেই অপ্রীতিকর ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই করবো বলে এদিন মঞ্চ থেকেই স্পষ্টত জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ জানিয়ে দেন আগত কম বেশি ৫০০০০ নেতা ও কর্মী -সমর্থকদের ..এদিনের এই রাসমেলার ময়দানের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন,উদয়ন গুহ,হিতেন বর্মন,পঙ্কজ ঘোষ সহ অন্যান্য সব নেতৃত্ব বর্গরা ।
উল্লেখ্য সম্প্রতি বিজেপির বাইক মিছিলও কোচবিহার রাসমেলার ময়দানে এসেছিল। শাসকদলের একাংশের মতে দলের জেলা সভাপতির নেতৃত্বে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে কোচবিহার শহরে একটি মিছিল হয়েছিল। আর সেই মিছিলে জনপ্লাবনের মাধ্যমেই জেলায় তৃণমূলের শক্তি টের পায় বিরোধীরা তবুও বাইক মিছিলের মাধ্যমেও ফের সাংগঠনিক শক্তি ও জনমতের ভিত্তি আরো একবার প্রদর্শন করে বিজেপিকে দেখেয়ে দিলো যে বাংলার জমিনে তাদের অবস্থান খুবই নগন্য বলে ধারণা করছেন পর্যবেক্ষক মহল ৷
0 comments:
Post a Comment