প্রজাতন্ত্র দিবসে উত্তরপূর্ব পশ্চিমবঙ্গে কড়া নিরাপত্তা ব্যবস্থা

NNS :আগামীকাল প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে উত্তরপূর্বের রাজ্যে গুলিতে কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। প্রতিবারের মতো উত্তরপূর্বের জঙ্গি গোষ্ঠীগুলি এবারও প্রজাতন্ত্র দিবস বয়কটের ডাক দেওযায়  নিরাপত্তা ব্যবস্থা কে জোরদার করা হয়েছে  রেডরোড যেখানেই হবে মুল অনুষ্ঠান। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং রাজ্যপাল কেশরী ত্রিপাঠী.. 
লালবাজার সুত্রে খবর,রেড রোড এলাকায় ১২৫টি সেক্টরে ভাগ করা হয়েছে সেখানে মোতায়েন তিন হাজার পুলিশকর্মী। রেড রোড থাকবে ৩টি কুইক রেসপন্স টিমের ভ্যান। নজরদারিতে থাকছে ১০টি ওয়াচ টাওয়ার এবং ১০টি বাঙ্কার, বম্ব স্কেয়াড বাহিনী এছাড়াও  থাকছে ১১টি পুলিশ অ্যাসিট্যাস্ন বুথ ও ১৪টি অ্যাম্বুলেন্স।সঙ্গে  রিজার্ভ পেট্রোলিং টিমও। শহরের বিভিন্ন জায়গাতেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ২২জন ডিসি পদমর্যাদা অফিসার এবং জয়েন্ট সিপি ও অতিরিক্ত পুলিশ কমিশনারার এই টিমগুলির দায়িত্বে থাকছেন। বিশেষ করে রেলস্টেশন এবং মেট্রো স্টেশন গুলোয় থাকছে নজরদারির বন্দোবস্তও । শপিং রেস্তোরাঁ এবং গেস্ট হাউসগুলোতে থাকছে নিরাপত্তা বন্দোবস্ত। উত্তরবঙ্গ শিলিগুড়ি কুচবিহার,মালদহ,রায়গঞ্জ জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে নিরাপত্তাবলায় তৈরি করা হয়েছে। অসম ভুটান, নেপাল ও বাংলাদেশ সীমান্তঅবতীর্ণ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে কড়া নজরদারি বজায় রেখেছে পুলিশ, নিরাপত্তাবাহনী ও গোয়েন্দা সংস্থার কর্মী ও অধিকারীকরা
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment