অস্কার আসরে গ্লোবাল আইকন প্রিয়াঙ্কার চমক

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের মনোনয়ন তালিকা মঙ্গলবার রাতে জানা যাবে। আর ভারতীয় বা উপমহাদেশের শিল্পীদের জন্য এ আসরের শুরুটা একটু ভিন্ন।
কারণ এ বছর মনোনীতদের তালিকা ঘোষণা করবেন ‘গ্লোবাল আইকন’ প্রিয়াঙ্কা চোপড়া। তাকে দায়িত্বটি দিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। অস্কারের ইনস্টাগ্রাম পেজে প্রস্তুতির কয়েকটি ছবি প্রকাশের মাধ্যমে এ বার্তা দেয়া হয়।
‘কোয়ান্টিকো’ তারকা প্রিয়াঙ্কা ছাড়া মনোনয়ন তালিকা ঘোষণার দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলীয় অভিনেত্রী রেবেল উইলসন আর মার্কিন দুই তারকা মিশেল রুদ্রিগেজ ও রোসারিও ডসন। গতবারের মতো এবারো অন্যরকমভাবে মনোনীতদের নাম জানানো হবে। প্রধান অভিনয় শিল্পীরা যে যে চরিত্রের জন্য মনোনয়ন পাচ্ছেন, সেই সাজে হাজির হবেন ঘোষকরা।অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারের ৯০তম আসর বসবে এবার। জিমি কিমেলের উপস্থাপনায় অনুষ্ঠানটি হবে আগামী ৪ মার্চ।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment