রাজ্য সরকারের উদ্যোগে বানতলায় তৈরি হচ্ছে সেন্টার অফ ইনোভেশন

Indiapost24 Desk :রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি দপ্তর বানতলায় একটি সেন্টার অফ ইনোভেশন তৈরি করছে। এই কেন্দ্রের ব্লু প্রিন্ট ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। আগামী ২০১৮-১৯ অর্থবষ থেকে যাত্রা শুরু করবে কেন্দ্রটি। 

এখানে শীর্ষস্থানীয় শিক্ষবিদ, বৈজ্ঞানিক, শিলপতিরা পরামর্শদাতা হিসাবে থাকবেন। প্রযুক্তিবিদ্যায় স্নাতকদের এই কেন্দ্রে নিঃশুল্ক জায়গা দেবে রাজ্য সরকার। যে সব স্নাতকরা উদ্ভাবনের মাধ্যমে নিজেদের প্রতিভাকে তুলে ধরতে চায়, তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থাও থাকছে। ইচ্ছুক স্নাতকদের একটি প্রোজেক্ট রিপোর্ট জমা দিতে হবে যার ওপর ভিত্তি করে তাদের বাছাই করা হবে। সূত্রের খবর অনুযায়ী একটি বিশেষজ্ঞ দল এই স্নাতকদের আবেদনপত্র বিচার করবে।

 জানা গেছে, এই দলে থাকবেন আইআইআহটি কল্যাণীর বিশেষজ্ঞরা এবং নেতৃত্বে আইআইটি খড়গপুরের ডিরেক্টর। জনকল্যান কাজে লাগবে এই বিশেষ প্রোজেক্টকে প্রধান্য দেওয়া হচ্ছে বলে সরকারি সূত্রে দাবি আর মমতা সরকারের এহেন কাজে সাধুবাদ জানাচ্ছে বাংলার মানুষ   ।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment