Indiapost24 Web Desk:জনশিক্ষা ও গ্রন্থাগার দপ্তরের উদ্যোগে কলকাতার তিনটি গ্রন্থাগারে চালু হবে কেরিয়ার গাইডেন্স কেন্দ্র। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেসের মত বিভিন্ন পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেবে এই কেন্দ্রগুলি। জনশিক্ষা ও গ্রন্থাগার দপ্তর চেষ্টা করছে কিছু অভিজ্ঞ শিক্ষককেও এই উদ্যোগে সামিল করতে। যে তিনটি গ্রন্থাগারে এই কেন্দগুলি গড়ে উঠবে, সেগুলি হল,উল্টোডাঙ্গা, বালিগঞ্জ ও খিদিরপুর।
ভবিষ্যতে জেলার গ্রন্থাগারগুলিতেও এই কেন্দ্র খোলা হবে। একজন পরীক্ষার্থী যাতে অনেকটা সময় এই গ্রন্থাগারে কাটাতে পারে, তা নিশ্চিত করতে দরকারি সবরকম বই মজত রাখা হবে এই গ্রান্থাগার গুলিতে।
0 comments:
Post a Comment