কলকাতায় চালু হবে কেরিয়ার গাইডেন্স কেন্দ্র

Indiapost24 Web Desk:জনশিক্ষা ও গ্রন্থাগার দপ্তরের উদ্যোগে কলকাতার তিনটি গ্রন্থাগারে চালু হবে কেরিয়ার গাইডেন্স কেন্দ্র। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেসের মত বিভিন্ন পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেবে এই কেন্দ্রগুলি। জনশিক্ষা ও গ্রন্থাগার দপ্তর চেষ্টা করছে কিছু অভিজ্ঞ শিক্ষককেও এই উদ্যোগে সামিল করতে। যে তিনটি গ্রন্থাগারে এই কেন্দগুলি গড়ে উঠবে, সেগুলি হল,উল্টোডাঙ্গা, বালিগঞ্জ ও খিদিরপুর। 
ভবিষ্যতে জেলার গ্রন্থাগারগুলিতেও এই কেন্দ্র খোলা হবে। একজন পরীক্ষার্থী  যাতে অনেকটা সময় এই গ্রন্থাগারে কাটাতে পারে, তা নিশ্চিত করতে দরকারি সবরকম বই মজত রাখা হবে  এই গ্রান্থাগার গুলিতে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment