বলিউডে যখন খানদের জয়জয়কার, তখন স্বাভাবিক কাজ দিয়েও অসাধারণ হয়ে উঠেছেন খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার।সম্প্রতি 'প্যাডম্যান' সিনেমার শুটিং শেষ করেছেন অক্ষয়। এখন চলছে সিনেমার প্রমোশন। আর এ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।তবে যেখানেই অক্ষয় যাচ্ছেন, সেখানে প্রশ্ন উঠছে তার চুল নিয়ে। আচমকাই ন্যাড়া মাথায় তিনি উপস্থিত হচ্ছেন ভক্ত ও দর্শকদের সামনে। এ নিয়ে খোলাসা করে কিছু জানাননি তিনি।
ধারণা করা হচ্ছে, পরবর্তী সিনেমার শুটিংয়ের জন্যই অক্ষয়ের নতুন লুক।
আপকামিং সিনেমার কাজ শেষ করে নতুন বছরের শুরুর দিকেই দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটাতে গিয়েছিলেন অক্ষয় কুমার। স্ত্রী টুইংকেলকে নিয়ে একান্তে সময় কাটাতে দেখা যান। সেখানেও অক্ষয় কুমারকে ন্যাড়া মাথাতেই দেখা যায়।
এখন অপেক্ষার পালা, ন্যাড়া মাথার খিলাড়ি দর্শকদের জন্য কী চমক নিয়ে আসেন।
ধারণা করা হচ্ছে, পরবর্তী সিনেমার শুটিংয়ের জন্যই অক্ষয়ের নতুন লুক।
আপকামিং সিনেমার কাজ শেষ করে নতুন বছরের শুরুর দিকেই দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটাতে গিয়েছিলেন অক্ষয় কুমার। স্ত্রী টুইংকেলকে নিয়ে একান্তে সময় কাটাতে দেখা যান। সেখানেও অক্ষয় কুমারকে ন্যাড়া মাথাতেই দেখা যায়।
এখন অপেক্ষার পালা, ন্যাড়া মাথার খিলাড়ি দর্শকদের জন্য কী চমক নিয়ে আসেন।
0 comments:
Post a Comment