এবার নতুন রূপে আসছেন সালমান খান। আলী আব্বাস জাফরের চলচ্চিত্র 'ভারত' এ নতুন লুকে দেখা যাবে তাকে। সিনেমাটিতে ২৫ বছরের যুবক হিসেবে হাজির হবেন সাল্লু ।
খবরে বলা হয়েছে, 'মেইনে পেয়ার কিয়া' সিনেমায় যেমন দেখা গিয়েছিল এই অভিনেতাকে, সে লুকেই দেখা যাবে 'ভারত'-এ। তবে এ ছবিতে সালমানের বিপরীতে কে অভিনয় করছেন সে বিষয় এখনো নিশ্চিত খবর মেলেনি ।
সিনেমাটি প্রযোজনা করছেন ভাইজানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী। এটি কোরিয়ান ছবি 'ওডি টু ফাদার' এর রিমেক।
আলী আব্বাস জাফর বলেন, আমরা স্ক্রিপ্টের কাজ শেষ করেছি। সালমান খান 'মেইনে পেয়ার কিয়া' সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন, সেই সিনেমায় অভিনীত চরিত্রের মতোই তাকে ভাবা হচ্ছে।
আলী আব্বাস বলেছেন, সালমান অতি মেকআপ পছন্দ করেন না। তাই এমন কিছু করবো; যা তার জন্য বাড়তি বিরক্তির কারণ হবে না। কারণ তিনি থাকবেন প্রধান চরিত্রে।এর আগে 'সুলতান' ও 'টাইগার জিনদা হ্যায়' দিয়ে ঝড় তুলেছেন সালমান। এখন 'ভারত' এর পালা। দেখা যাক কতটা ঝড় তোলেন 'নতুন সালমান'।
খবরে বলা হয়েছে, 'মেইনে পেয়ার কিয়া' সিনেমায় যেমন দেখা গিয়েছিল এই অভিনেতাকে, সে লুকেই দেখা যাবে 'ভারত'-এ। তবে এ ছবিতে সালমানের বিপরীতে কে অভিনয় করছেন সে বিষয় এখনো নিশ্চিত খবর মেলেনি ।
সিনেমাটি প্রযোজনা করছেন ভাইজানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী। এটি কোরিয়ান ছবি 'ওডি টু ফাদার' এর রিমেক।
আলী আব্বাস জাফর বলেন, আমরা স্ক্রিপ্টের কাজ শেষ করেছি। সালমান খান 'মেইনে পেয়ার কিয়া' সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন, সেই সিনেমায় অভিনীত চরিত্রের মতোই তাকে ভাবা হচ্ছে।
আলী আব্বাস বলেছেন, সালমান অতি মেকআপ পছন্দ করেন না। তাই এমন কিছু করবো; যা তার জন্য বাড়তি বিরক্তির কারণ হবে না। কারণ তিনি থাকবেন প্রধান চরিত্রে।এর আগে 'সুলতান' ও 'টাইগার জিনদা হ্যায়' দিয়ে ঝড় তুলেছেন সালমান। এখন 'ভারত' এর পালা। দেখা যাক কতটা ঝড় তোলেন 'নতুন সালমান'।
0 comments:
Post a Comment