বোমা মেরে খুনের চেষ্টা তৃণমূল নেতাকে

Tumpa Roy:মিটিং শেষে ডাকবাংলা পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের বোমায় আহত তৃণমূল কংগ্রেসের নেতা মুস্তফা সেখ। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে বড়ঞা থানার শ্রীরামপুর গ্রামে।আহত কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। 
আহত তৃণমূল নেতা জানান কিছু সংখক দুষ্কৃতীরা এসে ঠিক তাঁর গ্রামে বাড়িতে প্রবেশ করার একটু আগেই আচমকা দুটি  বোমা চার্জ হতে করে কিন্তু বোমা দুটি না ফাটায় পর পর তাকে ও তার বইকে উদ্দেশ্য করে আরও ৪ টি বোমা চার্জ করে চম্পট দেয় ততক্ষণে এলাকাবাসি এসে তাকে গুরুতর আহত দেখে তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান..
 রিপন শেইখ,বাক্কার ও বাবু আরো কয়েকজন মিলে এই হামলা চালায় বলে তার সরাসরি দাবি তাই অভিযোগের তীর বিজেপি ও সিপিএমের দিকে  ...বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে..আহতের পরিবারের সদস্যরা ইতিমধ্যে বড়ঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন,প্রশাসন সূত্রে খবর তদন্ত  চলছে খুব  শীঘ্রই ধরা পড়বে দুষ্কৃতীকারীরা ও সঙ্গে  যাদের ইন্ধনে এই হামলা হয়েছে.. 
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment